1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাল্টা চাষে স্বাবলম্বী প্রেমতোষ বড়ুয়া - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে অস্ত্রধারী সন্ত্রাসী রাজীব ও শাহীনকে আটক করেছে সেনাবাহিনী নবীনগরে সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত ভাগ্য গুণে সালাহউদ্দিন আহমদের মতো নেতা আমরা পেয়েছি নবীনগরে তাকমীলে হাদিস সমাপনী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  চৌদ্দগ্রামে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা চকরিয়ায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের ৪৭জন কর্মকর্তা-কর্মচারীর “অবসর সংবর্ধনা” তারুণ্যের উৎসব’ উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ-ব্যারিস্টার সজিব হাটহাজারী একতা ব্যবসায়ী সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মাল্টা চাষে স্বাবলম্বী প্রেমতোষ বড়ুয়া

শাহাদাত হোসেন,রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২৬২ বার

রাউজানের জয়নগর বড়ুয়া পাড়া এলাকায় দুই একর জমিতে মাল্টা বাগান গড়ে স্বাবলম্বী প্রেমতোষ বড়ুয়া।মাল্টা চাষে তিনি একজন সফল কৃষক।প্রবাস থেকে দেশে ফিরে এসে তার বাড়ীর নিজ জমিসহ জমি খাজানা দিয়ে ২একর জমিতে পৃথক ভাবে মাল্টা গাছের চারা রোপন করে দুইটি বাগান গড়ে তোলেন।এক একর আয়তনের ৩শত ২০টি করে মাল্টা গাছের চারা রোপন করেন।প্রবাস ফেরৎ প্রেমতোষ বড়ুয়াকে এ বাগান গড়তে প্রথমে ঋণ নিতে হয়েছে। এখন প্রেমতোষের বাগান থেকে বছরে আয় হয়, ৪ লাখ টাকা।রাউজানের হাট-বাজারে তাঁর মাল্টার ব্যাপক চাহিদা বেড়েছে।

বিশেষ কারণ হচ্ছে প্রেমতোষ বড়ুয়া মাল্টা বিষমুক্ত।কোন প্রকার রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার না করে নিজের তৈয়ারী জৈব সার ব্যবহার করে বিষমুক্ত মাল্টা বাগান গড়ে প্রেমতোষ বড়ুয়া। অন্যান্য মাল্টা বাগানে বছরে ফলন আসে একবার।

তবে প্রেমতোষ বড়ুয়া বাগানে বছরে ফলন আসে দুইবার।সরেজমিনে দেখা গেছে, প্রেমতোষ বড়ুয়া বাগানে এখন ঝুলছে শত শত মাল্টা।প্রতিদিন রাউজানের বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে তাঁর বাগান থেকে মাল্টা ক্রয় করে নিয়ে যায়।প্রতি কেজি মাল্টা ১২০ টাকা করে বাজারে বিক্রয় করা হচ্ছে। প্রেমতোষ বড়ুয়া জানায়,আমার এক একর আয়তনের মাল্টা বাগানে ৬০ হাজার টাকা খরচ হয়েছে।তিন বছর পরিচর্যা করে ৪লাখ টাকার মাল্টা বিক্রয় করেছি।বর্তমানে দেশের কোনো জায়গায় মাল্টা নেই।ভারতের কৃষি গবেষকের পরামর্শে প্রাকৃতিক বিশেষ পদ্ধতিতে বছরের মধ্যে দুইবার ফলন ধরাতে সক্ষম হয়েছি।

আমার বাগান প্রাকৃতিক রাসায়নিক সার ও কীটনাশক মু্ক্ত বাগান।বাগানে নিজের তৈয়ারী জৈব সার ব্যবহার করে বিষমুক্ত মাল্টা হাট-বাজারে বিক্রি করা হচ্ছে।রাউজান উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন বলেন,প্রেমতোষ বড়ুয়া প্রাকৃতিক দু”একর মাল্টা বাগান দেখে রাউজানে বিভিন্ন এলাকার অনেকেই মাল্টা চাষে ঝুঁকছেন।তাঁর বাগানের মাল্টা বিষমুক্ত। তাকে কৃষি বিভাগের পক্ষ থেকে পরামর্শ দিয়ে উৎসাহিত করেছি।তিনি এখন একজন সফল চাষি বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম