1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজবাড়ীতে হাফ পাশ ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফাদারস এইড বাংলাদেশ কর্তৃক আয়োজিত জুনিয়র ইসলামিক স্কলার ট্যালেন্ট সার্চ ২০২৪ এর সমাপনী মাগুরায় অলৌকিক এক পুত্র শিশুর জন্ম! মাগুরায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত সৈয়দপুরে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ফাদারস এইড বাংলাদেশ কর্তৃক আয়োজিত জুনিয়র ইসলামিক স্কলার ট্যালেন্ট সার্চ ২০২৪ এর সমাপনী পর্ব অদ্য শনিবার সেনবাগ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত বাঁশখালী মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরুস্কার বিতরণ সম্পন্ন বাঁশখালীতে পাইরাং ছাত্র ফাউন্ডেশনের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের সেমিফাইনাল সম্পন্ন শেরপুরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সম্প্রীতি সমাবেশ, দেশের কল্যাণে এক হয়ে কাজ করার প্রত্যয়

রাজবাড়ীতে হাফ পাশ ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি রাজবাড়ী।
  • আপডেট টাইম : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ২৫৬ বার

এরপর রাজবাড়ী থানার ওসি শাহাদত হোসেন শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা তাদের কর্মসূচি আজকের মত শেষ ঘোষণা করে। তবে, শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকব।

ঢাকার বাইরে রাজবাড়ীতে নিরাপদ সড়ক ও হাফ পাশের দাবিতে আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

আজ (০১ লা ডিসেম্বর) বুধবার সকাল ১০.৩০ টাই রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে অংশ নেয় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,ইয়াছিন উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারি কলেজ,ডা: আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ, সরকারি আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিল টি ডিসি অফিস মোড় প্রদিক্ষণ করে শহরের পান্নাচত্বরে অবস্থান নেই। এখান থেকে শিক্ষার্থীরা তাদের হাফ পাশ ও নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দিতে থাকে। এসময় শিক্ষার্থীরা বলে, ” শুধুৃমাত্র কেন ঢাকা মেট্রোপলিটন এলাকার মধ্যে শিক্ষার্থীদের হাফ পাশ থাকবে? হাফ পাশ ঢাকার বাইরের শিক্ষার্থীদেরও দিতে হবে। ঢাকার বাইরের শিক্ষার্থীরা বড়লোক না যে তাদের হাফ পাশ দেওয়া যাবে না। একই সাথে তারা বলে, ২০১৮ সালে আমরা যে আন্দোলন করেছিলাম। তা এখনো শুধু আশ্বাসেই রয়ে গেছে। আমরা আর কোন আশ্বাস চাই না। আমরা আমাদের ৯ দফা দাবির বাস্তবায়ন দেখি নাই। আমরা আমাদের ৯ দফা দাবির বাস্তবায়ন চাই।”

এরপর বিক্ষোভ মিছিলটি শহরের বড়পুল এলাকার দিকে অগ্রসর হলে পুলিশ তাদেরকে পুনরায় ডিসি অফিস মোড়ে দাড় করিয়ে দেয় এবং এসময় পুলিশ ও শিক্ষার্থীরা মিলে মোটর সাইকেলের লাইসেন্স চেক করে। বেশকিছু মোটর সাইকেলের সঠিক কাগজ,ড্রাভিং লাইসেন্স এবং হেলমেট না থাকায় তাদেরকে জরিমানা ও মোটর সাইকেল জব্দ করা হয়।

এরপর রাজবাড়ী থানার ওসি শাহাদত হোসেন শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা তাদের কর্মসূচি আজকের মত শেষ ঘোষণা করে। তবে, শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকব।

শিক্ষার্থীদের মধ্যে ছিল রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের শান্ত,রুদ্র, রাজবাড়ী সরকারী কলেজের হামি হামনে হাসান, ডা: আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের কাউসার আহমেদ রিপন,আদর্শ মহিলা কলেজের রুদমিলা, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অরুন্ধতী রায় স্ব স্ব প্রতিষ্ঠানের নেতৃত্ব দেয়। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া রাজবাড়ীর শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেয়। তাদের মধ্যে রয়েছেন ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের মিকাইল বিন মাসুম সহ অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম