রাণীশংকৈল ও পীরগঞ্জ মহাসড়কের বেলতলি ফিলিং স্টেশনের পার্শ্বে গতকাল (৮ ডিসেম্বর) সকাল ৭টায় সিএনজি ও নাইট-কোচ সংঘর্ষে একজন মহিলা নিহত হয়েছে৷ এবং একজন আহত হয়ে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , সড়ক দুর্ঘটনায় নিহত মহিলা সাফেদা (৪৫)
হরিপুর উপজেলার বকুয়া গ্রামের হাসান আলীর স্ত্রী। এবং আহত ব্যক্তি বলিদ্ধারা গ্রামের রমেশ চন্দ্রের পুত্র নবীন(৪৭)।
এস আই খাজিম উদ্দিন জানান, এ ঘটনায় সি এন জি গাড়ীটিকে আটক করা হয়েছে কিন্তু ঘাতক কোচটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে স্থানীয় ভাবে জানাযায়, কোচটির নাম রোজিনা লাক্সারি হিনো কোচ সার্ভিস।
এ বিষয়ে রাণীশংকৈল থানা অফিসার্স ইনচার্জ এস এম জাহিদ ইকবাল দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান নিহত ব্যক্তির স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।