রোববার ২৬ ডিসেম্বর ২০২১ইং তারিখ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্টিত হয়েছে। জানা গেছে, হাতীবান্ধা উপজেলার ১১০টি ভোট কেন্দ্রে ও ১২টি ইউনিয়নে ওই দিন ভোটাররা তাদের ভোট প্রয়োগ করছেন। লালমনিরহাট জেলা নির্বাচন অফিস জানান, হাতীবান্ধা উপজেলায় পুরুষ ৯২ হাজার ৫শ ৪৪ জন ও মহিলা ৯২ হাজার ৬শ ৯৬জন ভোটার রয়েছে। এ উপজেলার ১২টি ইউনিয়নে মোট ১১০টি ভোট কেন্দ্র রয়েছে। ১২টি ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্টিত হয় ।
এ উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ১৫৫জন (নৌকা ও স্বতন্ত্র প্রার্থী)। মহিলা সদস্য ও পুরুষ ইউপি. সদস্য প্রায় ১ হাজার জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে ভোট বিছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা পুলিশ কঠোর অবস্থানে ছিল।
অনিয়ম করার অভিযোগে গড্ডিমারীর ২ জন প্রিজাইডিং অফিসার কে প্রত্যাহার করেন। অপরদিকে অনিয়ম করার অভিযোগে গড্ডীমারীর পুলিং এজেন্টসহ ৩ জন কে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রিজাইডিং অফিসাররা জানান, শতকরা ৭৮% ভোট প্রদান করেছে ভোটাররা। ভোট চলাকালীন বড় ধরনের অপ্রতিকর ঘটনা ঘটেনি।
সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পযন্ত বিছিন্ন ভাবে ভোট অনুষ্টিত হয়েছে। এ সংবাদ লেখা পযন্ত ভোট গণনা চলছিল। এদিকে বড়খাতা ইউনিয়নের ৯নং ওয়াডের আফিজ উল্লাহর ছেলে মোফাজ উদ্দিন( ৬৫) অসুস্থ অবস্থায় তার ছেলের সাহায্যে মোজাম্মেল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন।