লালমনিরহাটের হাতীবান্ধায় ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান (সাতা) এর উপর হামলা বাড়ী ভাংচুর আহত- ১০ জন। জানা গেছে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আগামী ২৬ ডিসেম্বর ২০২১ইং তারিখ ১২টি ইউনিয়নের ১১০টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে চেয়ারম্যান, মহিলা সদস্য এবং ইউপি. সদস্য প্রার্থীরা এলাকায় বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে শান্তিপূর্ণভাবে ব্যাপক প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
কিন্তু সোমবার ২০ ডিসেম্বর রাত ৭টার দিকে গেন্দুগুড়ি ক্যাম্পপাড়া এলাকায় টংভাঙ্গা ইউনিয়নের ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান (সাতা) গণসংযোগে গেলে স্থানীয় মালেকা বেগমের বাড়ীতে বিনা উসকানীতে টংভাঙ্গা ইউনিয়নের নৌকার প্রার্থী সেলিম এর নেতৃত্বে ইয়াছিন আলী, মতিয়ার রহমান মতিন ও সাইফুল ইসলাম হামলা চালিয়ে বাড়ী ভাংচুর করে এবং স্বতন্ত্র প্রার্থী ও তার কর্মী সোহেল রানা, আব্দুল মালেক ও মজিবর রহমানকে মারপিট করে। এসময় উভয় পক্ষে-১০ জন আহত হয়েছে।
আহতরা হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ঘোড়া মার্কার প্রার্থী হাবিবুর রহমান হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি জানান, রাজাকারের পুত্র সেলিম নৌকার মাঝি হয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেছে। তিনি এঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ী ব্যক্তিদের গ্রেফতারের দাবী জানিয়েছেন। নৌকার প্রার্থী সেলিমের সাথে যোগাযোগ করা হলে তিনি উক্ত অভিযোগ অস্বীকার করেছেন। হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল হক জানান, উভয় পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান (সাতা)কে অবরুদ্ধ করে বাড়ী ভাংচুরের ঘটনার ২টি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে আলোড়ন সৃষ্টি করেছে।