লালমনিরহাটে চা চাষ সম্প্রসারণে উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসক লালমনিরহাটের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ আশরাফুল ইসলাম এনডিসি,পিএসসি।
সভায় বিশেষ অতিথি ছিলেন, লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা বিপিএম পিপিএম, অ্যাডভোকেট মতিয়ার রহমান চেয়ারম্যান জেলা পরিষদ লালমনিরহাট, কৃষিবিদ মোঃ শামীম আশরাফ উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী লালমনিরহাট ও বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আজিজুল হক বীরপ্রতীক। এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন প্রমুখ।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরিফ খান উপ-পরিচালক চা বোর্ড হাতিবান্ধা লালমনিরহাট।
বাংলাদেশ চা বোর্ড হাতিবান্ধা লালমনিরহাটের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলার বিভিন্ন এলাকার চা চাষিরা উপস্থিত ছিলেন। চা চাষিরা বক্তব্যে তাদের বিভিন্ন দাবী তুলে ধরেছেন।
বিশেষ অতিথি তার বক্তব্যে বিনা মূল্যে চায়ের চারা বিতরণ, দপ্তরের নিজস্ব ভবন নির্মাণ সহ চা চাষিদের সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানের শেষে চা চাষীদের হাতে প্রণোদনা স্বরূপ বিভিন্ন কৃষি উপকরণ চা বোর্ডের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে।