1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শতবর্ষী পাকুড় গাছে অর্ধশতাধিক মৌচাক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হারবাং পহরচাঁদা ইক্বামতে দ্বীন সংগঠনের দুই দিনব্যাপী ২৪তম সীরাতুন্নবী (সঃ) মাহফিল শ্রীপুরে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন মিফতাহুল জান্নাত’ মহিলা মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন রামগড়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে এমজেএল বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ ঠাকুরগাঁওয়ে কিস্তির টাকা আদায় করতে গিয়ে এনজিও কর্মীদের মারপিট-শ্লীলতাহানী — গ্রেফতার-২ জন ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জের পাকা রাস্তার উপর প্রাচীর নির্মাণ, চলাচলের ভোগান্তিতে ৪০ টি পরিবার ! ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বসেছিলো বিনা পয়সার বাজার, সদাই কিনলেন ২’শ দরিদ্র মানুষ ফ্যাসিস্ট খুনী শেখ হাসিনা ইলিয়াস আলীর পরিবারের সঙ্গে শোকের নাটক করেছিল। এমন ঘৃণ্য আচরণ শুধুমাত্র একজন পিশাচের পক্ষেই করা সম্ভব — মাহমুদুর রহমান মাগুরায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেত্রী পান্না খাতুনের অপসারণের দাবিতে মানববন্ধন 

শতবর্ষী পাকুড় গাছে অর্ধশতাধিক মৌচাক

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ২১৫ বার

শতবর্ষী একটি পাকুড় গাছে ছেঁয়ে গেছে মৌচাকে। মধূ আহরণের জন্য প্রতিনিয়ত চাক কেটে ফেললেও কমছে না মৌচাকের সংখ্যা। এক স্থানের চাক কেটে ফেললেও গাছটিতে অন্যত্র নতুন করে বাসা বাঁধছে মৌমাছিরা। গাছে বাসা বাঁধা মৌমাছিগুলো মধু তৈরীতে মেতে উঠেছে। এই শতবর্ষী বিশাল আকৃতি পাকুড় গাছ মধুর পাশাপাশি যোগান দিচ্ছে অথনৈতিক যোগানও।

মৌমাছির গুনগুন শব্দে মুখরিত হয়েছে এলাকা। বিশাল আকৃতির গাছের গোড়ায়, ডালের উপর নিচের অংশসহ প্রায় ৭১ টি মৌচাক রয়েছে। ঝুলানো চাক গুলো দূর থেকে দেখতে মনে হয় পাখির বাসার মত। মৌমাছির আনাগোনা ও দৃষ্টিনন্দন দৃশ্য দেখতে অনেকেই দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন এখানে।

মৌমাছির শতবর্ষী পাকুর গাছটি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের পূরণদহ গ্রামের মেঘারচরে মাঝি পাড়ায়। গাছটি কয়েক বছর ধরে এভাবেই মোমাছি চাক বাঁধছেন। তবে অন্যবারে তুলনায় এবারে তুলনায় অনেক বেশী। গাছটি মন্দির সংলগ্ন হওয়ায় অনেকেই ’দেব-দেবীর আত্নার’ গাছ বলে থাকেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই গ্রামে সরকারি একটি খাস জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকা গাছের নিচেই রয়েছে সনাতন ধর্মাবম্বীদের ছোট্ট একটি মন্দির ঘেঁষে ও নলেয়া নদীর পাশে পাকুড় গাছের গোড়া থেকে ডাল পর্যন্ত সব অংশেই মৌমাচির চাক ঝুঁলছে।

স্থানীয় বাসিন্দা শির্শা রাণী (৫৫) জানান, বিয়ের পর আমার শ্বাশুড়ীর মুখে প্রাচীন এই গাছটির গল্প শুনেছি। তিনিও জানতেন না এই গাছটির বয়স কত। বিয়ের পর তিনিও আমার মত গাছটি দেখেছেন। গাছটিতে প্রতি বছরই মৌচাক বাসা বাঁধে কিন্তু একসঙ্গে একগুলো মৌচাক আগে দেখা যায়নি। খবর পেয়ে প্রতিদিনি পাশের গ্রামসহ দূর-দূরান্ত থেকে মানুষ এখানে আসছেন।
ওই গ্রামের অরেক বাসিন্দা শচিন চন্দ্র (৬০) জানান, বর্তমানে সরিষা চাষের মৌসুম চলছে। মৌমাছি সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে থাকে।প্রায় দু মাস আগে থেকে গাছটি মৌমাছি বাসা বাঁধতে শুরু করে। গাছটিতে সর্বোচ্চ ৮০ থেকে ৮৫টি মৌচাক ছিল। দেড় মাস ধরে ওইসব মৌচাক থেকে মধূ আরোহণ করা হচ্ছে।

তিনি আরো জানান, স্থানীয় আবুল হোসেন নামে এক ব্যক্তিকে চলতি সরিষা মৌসুমে মধু বিক্রির জন্য ২০ হাজার টাকায় চুক্তি সম্পাদিত হয়েছে। ওই টাকা মন্দিরের উন্নয়নে ব্যয় করা হবে।
গাইবান্ধা বিসিক শিল্প নগরীর সহকারী মহাব্যাবস্থাপক রবিন চন্দ্র রায় জানান, মৌমাছিরা সবসময় দলবদ্ধ ভাবে উচুস্থানে বসবাস করে থাকে। সে কারণে মৌমাছিগুলো প্রাচীন এ পাকুড় গাছটিতে বাসা বেঁধেছে। এছাড়াএলাকায় প্রচুর সরিষার আবাদ হওযায় মৌমাছিরা সহজেই মধু সংগ্রহ করতে পারছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম