শরণখোলা উপজেলা আওয়ামী লীগের প্রায়াত সভাপতি ও উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান কামাল উদ্দিন আকনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরনসভা ও দোয়া অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হয়েছে। ৫ ই ডিসেম্বর (রবিবার) সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল চত্বরে এ মৃত্যু বার্ষিকী পালিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হোসেন,আলহাজ্ব এম সাইফুল ইসলাম খোকন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন খোকন,রফিকুল ইসলাম কালাম,উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ,সাবেক মহিলা ভাইসচেয়ারম্যান রিনা আক্তার সাগর,২ নং খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন প্রমুখ।
এ সময় শরণখোলা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ,কৃষকলীগ,শ্রমিকলীগ,সেচ্ছাসেবকলীগ,তাতীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০১৯ সালের ৫ ই ডিসেম্বর হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কামাল উদ্দিন আকন মারা যান।