স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ শাহাজান সিরাজের ৩৭তম মৃত্যুবার্ষিকীতে দিনাজপুর জেলা জাসদের উদ্দ্যোগে শহীদ সমাধিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন-দোয়া মাহফিল ও সমাবেশসহ বিভিন্ন কর্মসুচী পালন করা হয়েছে।
২২ ডিসেম্বর বুধবার সকালে শহীদ শাহাজান সিরাজ’র ৩৭তম মৃত্যুবার্ষিকীতে দিনাজপুর জেলা জাসদের পক্ষে সদরের গোদাগাড়িতে শহীদ শাজাহান সিরাজের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা।
শ্রদ্ধাঞ্জলী অর্পন এবং দোয়া মাহফিল শেষে সমাধিস্থলের পার্শ্বেই অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। নেতৃবৃন্দ বক্তৃতাকালে বলেন, আজ আগুন সন্ত্রাসী ও স্বৈরাচারী শাসক একই কাতারে বন্ধী। সেদিনের স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে শাজাহান সিরাজ বিডিআরের নিক্ষিপ্ত বুলেটের আঘাতে শহীদ হয়েছিলেন, আজো তার হত্যার বিচার হয়নি। আমরা সরকারের কাছে জোর দাবী জানাই শহীদ শাজাহান সিরাজের হত্যার বিচার করুন তাহলেই তার প্রতি শ্রদ্ধা জানানো হবে।
তারা বলেন,আমরা তার আত্বত্যাগের সুফল ভোগ করছি অথচ তার হত্যাকারীরা এদেশেই স্বস্তিতে ঘুরে-বেড়াবে এটা মেনে নেয়া যায় না। শহীদ শাজাহান সিরাজ হত্যার বিচার করে প্রমান করুন স্বৈরাচারী মনোভাবাপন্ন মানুষ ও শাসকগোষ্ঠির এদেশের মাটিতে ঠাই নাই। বক্তারা বলেন,স্বৈরাচার বিরোধী আন্দোলনে ১৯৮৪ সালে রাজশাহীতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের চলমান ধর্মঘটে বিডিআর‘র গুলিতে নিহত হন জাসদ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সা: সম্পাদক শাজাহান সিরাজ। তখন এ নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছে জাসদ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন,দিনাজপুর জেলা জাসদের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহিদুল্লাহ,জেলা জাসদের যুগ্ম সাঃ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম ( রকি), সাংস্কৃতিক সম্পাদক মো: সাইফুল ইসলাম, জেলা জাসদ ও শহীদ শাহজাহান সিরাজের ছোট ভাই এ্যাড.নাজমুল হক,নারী নেত্রী মোছা: সূবর্ণা ও সিপিবি নেতা এসএম চন্দন প্রমুখ।
জাসদ এর অঙ্গসংগঠনসহ স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোও শহীদ শাহাজানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে এই সংগ্রামী নেতাকে স্মরন করেন। ##
রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি। তাং ২২-১২-২১