শেরপুরের নকলায় বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে শীতার্ত অসহায় ও দু:স্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে পৌর শহরের জালালপুর এলাকায় মেসার্স মন্ডল ট্রেডার্স এর প্রাঙ্গনে কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আ: রশিদ সরকার, শ্রম বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান সোহেল, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা সবুজ, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য সারোয়ার হোসেন রবিন, কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশনের ইঞ্জিনিয়ার আব্দুর রউফ জুয়েল ও তনুজা পরভীন রুমা প্রমুখ উপস্থিত ছিলেন।