1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেষ হলো 'বাবা আমার বাবা' নাটকের শুটিং - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজধানীর পল্লবীতে সাংবাদিক সমিতির জমিতে  অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পতন, এম পি ইলিয়াস মোল্লার একটি অপরাধ সাম্রাজ্য শ্রীপুর পৌরসভার উন্নয়ন এখন রুপকথা নয়,হবে দৃশ্যমান!লুটপাট বন্ধে একট্রা প্রশাসক!! চৌদ্দগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ পথ বন্ধ করে কাঁচাবাজার স্থাপন, কোমলমতি শিক্ষার্থীদের ভোগান্তি চরমে ঠাকুরগাঁওয়ে সেতু নির্মাণ কাজ রেখে পালিয়েছেন ঠিকাদার, দুর্ভোগে এলাকাবাসী রাউজানে শত শত বিঘা নষ্ট হচ্ছে কৃষি জমি -নিরব পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন সেনবাগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ বাটপার জসিমকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবীতে জেলা প্রসাশক নিকট স্মারকলিপি নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ক্লাব উদ্বোধন নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ক্লাব উদ্বোধন

শেষ হলো ‘বাবা আমার বাবা’ নাটকের শুটিং

রেজা শাহীন:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ২৩৮ বার

সম্প্রতি শুটিং শেষ হলো ‘বাবা আমার বাবা’ খণ্ড নাটকের। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন গাজী আপেল মাহমুদ। প্রযোজনা করেছে ওয়াইল্ড ড্রিম মাল্টিমিডিয়া।চিত্রগ্রহণে ছিলেন তারেক বাবু। নির্বাহী প্রযোজক বাশেদ সিমন।

এতে অভিনয় করেছেন, মাসুম আজিজ, সাবিহা জামান, আহমেদ সাজু, গাজী আপেল মাহমুদ, রাজা, তারেক বাবু, আবকারিয়ান হিসান ফাবি সহ আরও অনেকে।

আভিনেতা আহমেদ সাজু বলেন, ‘গল্পটি আমার কাছে ভালো লেগেছে। এই ধরনের গল্পের খুব অভাব। পরিচালক গাজী আপেল মাহমুদের সঙ্গে এটি আমার প্রথম কাজ। তার পরিচালনায় আধুনিকতার ছোঁয়া আছে। গল্পে আমি একজন রিক্সা চালকের ছেলে। বাবা খুব পরিশ্রম করে লেখাপড়ার খরচ যোগান। বন্ধুমহলে আমি খুব অপমানিত হই টাকার অভাবে, গার্লফ্রেন্ড চলে যায় আমি গরীব বলে। একদিন বন্ধুদের সাথে সিনেমা দেখবো বলে টাকা চুরি করি মায়ের কাছ থেকে। হঠাৎ বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। বাবার ঔষধ কেনার টাকা নাই। আমাকে নিয়ে বাবা মায়ের পরিশ্রম ও আশা-ভরসার কথা অনুধাবন করি। বাবার প্রতি আমার ভীষণ মায়া হয়। বাবাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠি। আমার ভেতরে তীব্র অপরাধ বোধ কাজ করা শুরু করে। গল্পটি মানুষ দেখলে অনেকের ভেতরে সংশোধন চলে আসবে যারা বাবা মাকে বুঝতে চায় না। যুব সমাজের জন্য এটি একটি বিশাল অনুধাবণের নাটক হবে।’

পরিচালক গাজী আপেল মাহমুদ বলেন, ‘আহমেদ সাজুর সাথে এটি আমার প্রথম কাজ। আমার আশানুরূপ সে অভিনয় করেছেন। সে একজন পরিশ্রমী অভিনেতা।সে তার চরিত্র নিয়ে ভাবেন অনেক। শেয়ার করেন সিকোয়েন্স নিয়ে। আমি তাকে নিয়ে নিয়মিত কাজ করবো। আমি নতুন প্রজন্ম নিয়ে কাজ করতে চাই।’

প্রযোজক বাশেদ সিমন বলেন, ‘গাজী আপেল মাহমুদকে দিয়ে এর আগেও নাটক বানিয়েছি তিনি ভালো নির্মাতা। আহমেদ সাজুকে দিয়ে তার জীবনের প্রথম একক হিরো হিসেবে কাজ করাই আমার ‘উড়ালপঙ্খী’ নাটকে। অসাধারণ অভিনয় করেছেন। সেই নাটকটি এই বছর ট্রাব এ্যাওয়ার্ড জিতেছে শ্রেষ্ঠ একক নাটক হিসেবে। আমি স্টার দিয়ে কাজ করাই না তবে স্টার তৈরী করতে বেশি পছন্দ করি। ‘বাবা আমার বাবা’ নাটকটি আশা করি ভালো কিছু হতে যাচ্ছে।’

নাটকটি পহেলা জানুয়ারি চ্যানেল নাইনে রাত আটটার সময় সম্প্রচারিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম