1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সরকার নানান পদক্ষেপ নিয়েও যেন থামানো যাচ্ছে না রেলের দুর্নীতি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা নুরুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্ধেকই গায়েব শিক্ষকতায় আজীবন সম্মাননা পেলেন ঈদগাঁও’র মহি উদ্দীন নবীগঞ্জে দেশী ও বিদেশী মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী   সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ চৌদ্দগ্রামে সেনাবহিনীর অভিযানে শর্টগান সহ যুবক আটক ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৪ (Final Round)চুড়ান্ত পর্বে বৃত্তি প্রাপ্তদের ফলাফল প্রকাশ কক্সবাজার সমুদ্র সৈকতে এক পর্যটক কে গুলি করে হত্যা আশুলিয়ায় ডিবি’র অভিযানে মলম পার্টির ৫ সদস্যকে মলম তৈরির সরঞ্জাম ও বই সহ গ্রেপ্তার

সরকার নানান পদক্ষেপ নিয়েও যেন থামানো যাচ্ছে না রেলের দুর্নীতি

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ২৩০ বার

সরকার দুর্নীতি জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নানা পদক্ষেপ নিলেও কিছুতেই যেন থামানো যাচ্ছেনা রেলওয়ের দুর্নীতি। নানা অনিয়মের তদন্তে দোষী প্রমানিত হয়েও থাকছেন বহাল তবিয়তে বা দুর্নীতির মামলায় জেল খেটেও আবার আসীন হয়েছেন স্বপদে এমন ব্যক্তির সংখ্যাও কম নয়।
দুর্নীতি নানা অনিয়মের তদন্তে প্রমানিত হয়েছেন অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মো. মঞ্জুর-উল-আলম চৌধুরী, পূর্বাঞ্চল রেলওয়ের তৎকালীন মহাব্যবস্থাপক বর্তমান অতিঃ মহাপরিচালক (অপাঃ) সরদার সাহাদাত আলী, পুর্বাঞ্চলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (সিসিএস) রুহুল কাদের আজাদ, অতিরিক্ত সিসিএস মো. আনোয়ারুল ইসলাম বর্তমানে ইনভেন্ট্রি কন্ট্রোল সেল এর পরিচালক, মো. মনিরুজ্জামান, এসিওপিএস সাহেব উদ্দিন, মজিবুল হক, এসিসিএম/ আর খায়রুল করিম, বর্তমানে সহকারি ট্রাফিক সুপারিন্টেন্ডেন্ট / টিকেট চেকিং, মো. এমদাদুর রহমান, মো. জাহিদ হাসান, মো. মারুফ, প্রধান চিকিৎসা কর্মকর্তা ফারজানা উম্মে খানম, গৌতম কুমার কুন্ড, সুকেন্দ্রনাথ হালদার, মহিউদ্দিন আহমেদ, কাজী নাজিম উদ্দিন, ফাতেমা আক্তার, মো. রাহিদ হোসেন ও ফরিদ আহমেদ এর নাম। তবে কমিটির সুপারিশ উপেক্ষা করে অভিযুক্ত ২১ কর্মকর্তাকে গোপনে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে। আবার একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এমন একজন যিনি প্রমানিত অপরাধী। মাঝে মধ্যে ২/১ জনের হালকা-পাতলা শাস্তি হলেও এটাকে আইওয়াশ হিসেবেই দেখছেন বিশিষ্টজনেরা।
জানা যায় বৈশ্বিক মহামারি করোনার প্রথম ঢেউয়ে সুরক্ষা সামগ্রী ক্রয়ে দুর্নীতির ঘটনায় রেলওয়ে পুর্বাঞ্চলের ২৯ কর্মকর্তার অনিয়মের সাথে জড়িত থেকে অতিরিক্ত সরকারি অর্থ খরচ করার প্রমান পায় তদন্ত কমিটি। তবে অপরাধের মাত্রা বেশি হওয়ায় ২১ জনের বিরুদ্ধে মামলা করার আগ্রহ প্রকাশ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কিন্তু রহস্যজনক কারনে ওই অনিয়মের সাথে জড়িত বেশিরভাগ অফিসারদেরই শাস্তির আওতায় আনা হয়নি। তবে কমিটির সুপারিশ উপেক্ষা করে অভিযুক্ত ২১ কর্মকর্তাকে গোপনে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে।রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন দেশের বাইরে থাকায় কথা বলা সম্ভব হয়নি তবে গত ৩০ আগস্ট এক বক্তব্যে তিনি বলেছিলেন, ‘আমি কোনো অনিয়ম সহ্য করি না।
করোনা সুরক্ষা সামগ্রী ক্রয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় তদন্ত কমিটি গঠন করা হয়। রিপোর্টও পেয়েছি। এসব নথিপত্র গায়েব হতে পারে না। আমি বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছি। নথি গায়েব হলে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না।’ আর যদি সত্যি সত্যিই কেউ অনিয়মের সাথে জড়িত থাকে তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য গত বছর করোনা সুরক্ষাসামগ্রী ক্রয়ে দুর্নীতির জন্য পূর্বাঞ্চল রেলের ২১ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে রেলওয়ের তদন্ত কমিটি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সুপারিশ করে গত বছরের ৫ নভেম্বর রেলপথ সচিব মো. সেলিম রেজার কাছে প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি । প্রকৃত মূল্যর চেয়ে বেশি দরে কেনাকাটার প্রমাণ পেয়েছে বলেও প্রতিবেদনে।
কমিটির সুপারিশে বলা হয়েছে, ওটিএম পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করা সম্ভব হতো এবং প্রতিযোগিতামূলক দর পাওয়া যেত। এক্ষেত্রে তা না করে সরকারের আর্থিক ক্ষতি করা হয়েছে।এছাড়া সুপারিশে বলা হয়, সিসিএস দফতর ও সিওএস দফতরের ২৯ কর্মকর্তা ক্রয় কাজে সম্পৃক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ যেমন সত্য উচ্চমূল্যে কেনাকাটার বিষয়টিও প্রমাণিত। কমিটি ২৯ কর্মকর্তাকে দায়ী করে ভবিষ্যতে তাদের এ ধরনের কেনাকাটার কাজ না দেয়ার সুপারিশ করেছেন।এসব অনিয়মের বিষয়ে কনজ্যুমার এসোসিয়েশ অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগীয় কমিরি সভাপতি এস এম নাজের হোছাইন বলেন দুর্নীতির লাগাম টানতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী একথা যেমন সত্য, দুর্নীতির মাত্রা দিনকে দিন চরম পর্যায়ে পৌছেছে এটাও তেমন সত্য। তিনি আরও বলেন, দুঃখজনক হলেও সত্য যে যারা দুর্নীতির সাথে জড়িত প্রমোশনের সময় তাদের নামটাই আগে চলে আসে। প্রকৃত অপরাধীর বিচার না হওয়ায তারা দিনের পর দিন আরো বেপরোয়া হয়ে ওটেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম