1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভারে ১১ইউনিয়নে ৬৫ প্রার্থী'র মনোনয়ন দাখিল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র “মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

সাভারে ১১ইউনিয়নে ৬৫ প্রার্থী’র মনোনয়ন দাখিল

নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ২০৪ বার

ঢাকা জেলা সাভার উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যাচাই-বাছাই শেষে ৬৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা দিয়েছেন নির্বাচন অফিস। সাভার উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নে মোট ৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং তেঁতুলঝোড়া ইউনিয়নে ১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি বর্তমান চেয়ারম্যান ফখরুল আলম সমর। তাকে বেসরকারীভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘোষণা দিয়েছেন নির্বাচন অফিস ।

সাভার সদর ইউনিয়নে মোট ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ দিয়েছে। তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আল মাহমুদ বিশ্বাস, বাংলাদেশ আওয়ামী লীগের সোহেল রানা ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল আউয়াল। আমিনবাজার ইউনিয়নে মোট ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ দিয়েছেন নির্বাচন অফিস । তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা শফিকুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের রকিব আহম্মেদ, স্বতন্ত্র প্রার্থী মাহবুব উল্লাহ, আমজাদ হোসেন ও রাজু আহম্মেদ।

ভাকুর্তা ইউনিয়নে মোট ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ । তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান মোরতাজ, বাংলাদেশ আওয়ামী লীগের লিয়াকত হোসেন, স্বতন্ত্র প্রার্থীরা হলেন, নুরুল মমিন, শহিদুল ইসলাম, আলহাজ্ব আনোয়ার হোসেন ও মোহাম্মদ নাসির উদ্দিন।
বনগাঁও ইউনিয়নে মোট ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ । তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোক্তার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাইফুল ইলাম, স্বতন্ত্র প্রার্থী, সাইদুল ইবনে হাসিব, আওলাদ হোসেন মোল্লা, সাইফ উদ্দিন ও আরিফ উদ্দিন।

আশুলিয়া ইউনিয়নে মোট ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল কাইয়ুম, জাকের পার্টির বদরুল আলম, বাংলাদেশ আওয়ামী লীগের শাহাব উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দিন, রাজু আহম্মেদ ও আমজাদ হোসেন সরকার।

শিমুলিয়া ইউনিয়নে মোট ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফয়েজ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের এবিএম আজাহারুল ইসলাম সুরুজ, স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান, সাদ্দাম হোসেন, জাকির হাসান, আব্দুল্লাহ আল মামুন, মাসুদ আল নুর, ইকবাল হোসেন ও জসিম উদ্দিন খান।
পাথালিয়া ইউনিয়নে মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ।তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আলফাজ উদ্দিন সিরনিয়াবাত, জাকের পর্টির মোঃ কুটি মিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের পারভেজ দেওয়ান, স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম, শাহজাহান সিরাজ, আব্দুস সালাম মোয়াজ্জেম হোসেন ও আমিনুল হক।

কাউন্দিয়া ইউনিয়নে মোট ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের হাজী মো: মেশের আলী, স্বতন্ত্র প্রার্থীরা হলেন, সাইফুল আলম খান, সাহাবুদ্দিন কবিরাজ, আতিকুর রহমান ও আতিকুর রহমান খান শান্ত।

ইয়ারপুর ইউনিয়নে মোট ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোকলেসুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সৈয়দ আহম্মেদ ভূঁইয়া, জাতীয় পার্টির আল কামরান, স্বতন্ত্র প্রার্থী হাজী দেলোয়ার হোসেন সরকার ও মোহাম্মাদ জিল্লুর রহমান।
বিরুলিয়া ইউনিয়নে মোট ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মিনহাজ উদ্দিন মিনু, বাংলাদেশ আওয়ামী লীগের সাইদুর রহমান সুজন, জাতীয় পার্টির উজির মাহমুদ, স্বতন্ত্র প্রার্থী হাজী সেলিম মন্ডল, গিয়াস উদ্দিন, শাহীন মিয়া, মহসীন মন্ডল, জুয়ের মন্ডল, আমিরুল হাসান কামাল ও শাহজাহান সিরাজ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম