স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে সকলকে মহান বিজয় দিবসের প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে বীর শহীদদের স্মরণে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, শ্রীপুর মুক্তিযুদ্ধা স্মৃতি সৌধ বেদিতে স্হানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজি সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পুষ্প স্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়।
পরে পুলিশ ও আনসার বাহিনী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুসজ্জিত মনোমুগ্ধকর প্রদর্শনী শেষে শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নিয়ে অতিথির বক্তব্যে শ্রীপুরের নন্দিত পৌর মেয়র আলহাজ্ব মোঃ আনিছুর রহমান বলেন, জাতীয় জীবনের এই স্বর্ণোজ্জ্বল মুহুর্তে পরম শ্রদ্ধায় স্মরণ করছি আমাদের স্বাধীনতার মহান স্হপতি জাতির জনক বংগবন্ধু শেখ মুজিবুর রহমান, পচাত্তরের পনেরোই আগষ্টে ঘাতকের নির্মম বুলেটে নিহত বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যবৃন্দকে, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দকে আর সম্ভ্রম হারানো সেইসব মা-বোনদেরকে, দেশমাতৃকার জন্য প্রাণ উৎসর্গকারী তিরিশ লাখ শহীদদেরকে,যাদের অসামান্য আত্মত্যাগে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ আর লাল সবুজ পতাকা।উপস্হিত জীবিত বীর মুক্তিযোদ্ধাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা।
তিনি বলেন, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী,মধ্যম আয়ের বাংলাদেশের স্বপ্নসিঁড়িতে পদার্পন সব মিলিয়ে এবারের বিজয় দিবসের প্রেক্ষাপটটিই অনন্য বৈশিষ্ঠের,মর্যাদার।
বক্তব্যে তিনি আরো বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ,স্বাধীনতাকে মানুষের জন্য অর্থবহ করে তোলা এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত উন্নত সম্মৃদ্ধ মর্যাদাশীল বাংলাদেশ গড়ার ইস্পাত-দৃঢ় প্রত্যয় হোক এবারের বিজয় দিবসের মূলমন্ত্র।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এডঃ সামছুল আলম প্রধান,
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবা , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল কুমার হালদার, অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ইমাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্য, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এম এম ফারুক, সাধারন সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ সহ স্হানীয় গনমাধ্যম কর্মী এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারি প্রমুখ।
দিবস উপলক্ষ্যে বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয়ের সুবর্ণজয়ন্তী ‘মহান বিজয় দিবস-২০২১’ উদযাপন উপলক্ষে স্হানীয় শিল্পীদের পরিবেশনায় উপজেলা পরিষদ চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অুষ্ঠান এবং শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) পুষ্পস্তবক অর্পনের পর এক বর্নাঢ্য বিজয় মিছিল শ্রীপুর পৌর শহর পদক্ষিন করে পৌর বি এন পি কার্যালয়ে এসে সমাবেশ করেন।
দুপুরে আওয়ামীলীগ কার্যালয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত। আওয়ামীলীগের অপর একটি অংশ প্রয়াত সাংসদ এডঃ রহমত আলীর পুত্র এডঃ জামিল হাসান দুর্জয়ের নেতৃত্বে এক বিশাল বিজয়ী শো- ডাউন পরবর্তী শ্রীপুর পৌরবভন মাঠে এক বিশাল সমাবেশ করেন।