দারুল উলূম হাটহাজারী’র চলতি (১৪৪২-৪৩ হি.) শিক্ষাবর্ষের অর্ধবার্ষিক পরীক্ষার শেষ দিনের দৃশ্য এটি।
জামিয়ার মুহতামিম আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া (দা.বা.), মুঈনে মুহতামিম আল্লামা মুফতি জসিমুদ্দীন (দা.বা.), শিক্ষা পরিচালক মাওলানা কবীর আহমদ (দা.বা.), সহকারী শিক্ষা পরিচালক মাওলানা ওমর কাসেমী (দা.বা.) পরীক্ষার সময় হলে অবস্থান করেছেন।
বৃহস্পতিবার বিকেলে জামিয়ার শিক্ষা বিভাগ কর্তৃক নির্ধারিত পরীক্ষকগণের সার্বিক তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবেই অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হয়।
শিক্ষার্থীদের ছুটি থাকবে কয়েকদিন, এরপর আসন্ন ৭ জানুয়ারী বার্ষিক মাহফিলের প্রস্তুতি নেবে সকলে একযোগে।
ইতোমধ্যে পরামর্শ সভা অনুষ্ঠিতের মাধ্যমে বার্ষিক এই দ্বীনি মাহফিল সফলে দেশবাসীর সহায়তা চেয়েছেন জামিয়ার মুহতামিম আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া।