রোববার ২৬ ডিসেম্বর ২০২১ইং তারিখ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের মধ্যে ঝুঁকিপূর্ণ টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ। জানা গেছে, হাতীবান্ধা উপজেলার ১১০টি ভোট কেন্দ্রে ও ১২টি ইউনিয়নে ওই দিন ভোটাররা তাদের ভোট প্রয়োগ করবেন।
লালমনিরহাট জেলা নির্বাচন অফিস জানান, হাতীবান্ধা উপজেলায় পুরুষ ৯২ হাজার ৫শ ৪৪ জন ও মহিলা ৯২ হাজার ৬শ ৯৬জন ভোটার রয়েছে। এ উপজেলার ১২টি ইউনিয়নে মোট ১১০টি ভোট কেন্দ্র রয়েছে। ভোটাররা জানান, ১২টি ইউনিয়ন পরিষদের মধ্যে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ সব চেয়ে ঝুঁকিপূর্ণ। এ উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ১৫৫জন (নৌকা ও স্বতন্ত্র প্রার্থী)। মহিলা সদস্য ও পুরুষ ইউপি. সদস্য প্রায় ১ হাজার জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভোটাররা জানান, শান্তিপূর্ণ পরিবেশ থাকলে তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন। এদিকে ভোট শান্তিপূর্ণ পরিবেশে হওয়ার লক্ষে জেলা প্রশাসন ও জেলা পুলিশ কঠোর অবস্থানে থাকবেন বলে জানা গেছে।