মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ৬২ বছর কয়স্ক এক বৃদ্ধকে মেরে জখম করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুর ৩টার দিকে মুন্সীগঞ্জ জেলা আদালতের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে।
এতে উপজেলার কোলা ইউনিয়নের কোল গ্রামের মো. ফেলুর ছেলে বৃদ্ধ হারুন আর রশিদ আহত হয়।
আহত হারুন আরুন আর রশিদ ও তার পুত্র বধু সনিয়া আক্তার অভিযোগ করে বলেন, গত নভেম্বর মাসে আমার পাশের বাড়ির কুদ্দুস শেখ জোর করে আমাদের জমি দখল করার চেষ্টা করে এবং আমাদের জমিটা তাদের বলে দাবি করে। আমরা সেখানে বাধা প্রদান করলে আমাদেকে কুদ্দুস শেখ ও তার দুই মেয়ে লোকজন নিয়ে মারতে আশে আর হুমকি প্রদান করে। এবিষয়ে আমরা সিরাজদিখান থানায় অভিযোগ করি। পরে থানাপুলিশ এসে জমির বিরোধ আদালতে মিমাংসা করতে বলে৷ আমরা নভেম্বর মাসেই মামলা করি। আজকে সেই মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার সময়। মামার বিবাদী কুদ্দুস শেখের লোকজন অটো রিকশা থামিয়ে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করে। তার কাছে থাকা নগদ ৭০হাজার টাকা ও একটি মোবাইল ফোন সিনিয়ে নিয়ে যায়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, এই বিষয়ে এখনো কেও কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।