গাজীপুর সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের লতিফপুর পশ্চিম পাড়ায় রাস্তা দখল করে ভূমি দস্যু বাহিনীর প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে এক ভূমিদস্যুর বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে দেখাযায় সরকারী খাস জমি দখল করে এবং পুরো রাস্তা দখলে নিয়ে দেয়াল নির্মাণের চিত্র ।
গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকার কয়েকটি মহল্লার বাসিন্দা লাখো মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি দখল করার জন্য একটি সন্ত্রাসী বাহিনীকে দিয়ে দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে রাস্তার মাঝখান থেকে পিলার দিয়ে প্রাচীর নির্মাণ করার জন্য বিশাল আকারে গর্তখুরে হাফিজ উদ্দিন নামের এক ভূমিদস্যু। এতে এলাকাবাসী বাধা দিলে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনী আক্রমণ করে প্রায় কয়েকজনকে আহত করে পরে এলাকাবাসীও পাল্টা হামলা চালায়। পরে গাজীপুর সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মোন্তাজ উদ্দিন মন্ডল এসে রাস্তাটি জনগনের চলাচলের উপযোগী করে দেয়। পরে এলাকাবাসীসহ কাশিমপুর মেট্রোপলিটন থানায় মহল্লা বাসীর পক্ষে বাদী হয়ে গত ০৮/১২/২০২১ বুধবার ২জনের নাম উল্লেখ করে ১। হাফিজ উদ্দিন ২। বাবুসহ অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনের নামে একটি অভিযোগ দায়ের করেন রফিকুল ইসলাম নামের এক ব্যাক্তি ।
এলাকাবাসী ও প্রতক্ষদর্শীরা এ প্রতিবেদককে বলেন, অনন্যা হাউজিং, মোহাম্মদী নগর,দেওয়ান টেক,মন্ডল নগর,গ্রীন সিটি’র প্রায় লাখো মানুষের বসবাসের চলাচলের একমাত্র রাস্তাটি দখলের উদ্দেশ্যে রাস্তার মাজখান থেকে আর সিসি পিলার দিয়ে প্রাচীর নির্মাণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে হাফিজ উদ্দিন নামের এক সন্ত্রাসী বাহিনীর লিডার।
এলাকাবাসীর দাবী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন হামলা কারী বাহিনীর প্রধান ভূমি দস্যূ হাফিজ উদ্দিনকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের।