কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে তিনশ টাকাকে কেন্দ্র করে নাতির ছুরিকাঘাতে নানা খুন হয়েছে।
বৃহস্পতিবার (২৩শে ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ২৪নং রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তি হলেন ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা মৃত আবুল হাশেমের পুত্র আলী
জোহার (৬২)। ঘাতক নাতি একই ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা আব্বাস আলীর পুত্র মোঃ ইউছুপ (১৮)। ঘাতক মোঃ ইউছুপ সম্পর্কে নিহত আলী জোহারের নাতি।
স্থানীয়রা জানান, তারা দুই জনই একসাথে রাজমিস্ত্রীর কাজ করতেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনশ টাকা নিয়ে নানা ও নাতির মধ্যে কথা কাটাকাটি হয়, তার একপর্যায়ে নাতি ডি-ব্লকের বাসিন্দা আব্বাস আলীর পুত্র মোঃ ইউছুপ নানা আলী জোহারকে ছুরিকাঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে, তখন ইউছুপ দৌড়ে পালিয়ে যায়, স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় IOM কতৃক লেদা স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় থানা পুলিশকে খবর দেওয়া হলে, এএসআই নছরুল্লাহ ফোর্স নিয়ে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।
এই ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্তা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।