1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দক্ষিন তারাবুনিয়ার আমজনতার প্রার্থী আব্দুল ছমিদ মাঝি। - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র “মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

দক্ষিন তারাবুনিয়ার আমজনতার প্রার্থী আব্দুল ছমিদ মাঝি।

শরীয়তপুর থেকে বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৫১ বার

ভেদরগঞ্জ উপজেলা দক্ষিন তারাবুনিয়া ইউনিয়নটি উপজেলার পূর্বে সীমান্তে অবস্থিত। এর পরই বিশাল মেঘনা নদীর অবস্থান। এখানের অধিকাংশ মানুষ মাছ শিকারী, কৃষক, সাধারণ ব্যবসায়ী ও প্রবাসী।

দীর্ঘ দিন পর মানুষ এবার নিজের ভেট দেয়ার সুযেগ পাচ্ছে তাই এলাকার সাধারণ মানুষ খুবই আনন্দে আত্মহারা। দক্ষিন তারাবুনিয়ার সাধারণ মানুষের সাথে কথা বলে যতটুকু বোঝা যায় এবার তারা ভোটের মাধ্যমে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তারা দীর্ঘ দিন বর্তমান চেয়ারম্যান ও তার পরিবারকে লোকজনের নিকটে এক প্রকার জিম্মি করে রাখা হয়েছে। তাই দক্ষিন তারাবুনিয়ার আমজনতা বাধছে জোট ছমিদ মাঝিকে দিবে ভোট। এই শ্লোগান এখন পুরো ইউনিয়ন জুড়ে। আগামী ২৬ ডিসেম্বর আনারস মার্কায় ভোট দিয়ে ছমিদ মাঝিকে জয়যুক্ত করে ঘরে ফিরবে বলে এলাকাবাসীর দাবী। আলহাজ্ব আবদুল ছমিদ মাঝি এর আগেও এই ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান। তিনি চেয়ারম্যান থাকা অবস্থায় তার বিরুদ্ধে জনগণের কোনো প্রকার দূর্ণাম বা অভিযোগ ছিলো না। পক্ষান্তরে চেয়ারম্যান শাহজালাল মালের বিরুদ্ধে অনিয়ম দূণীতির অভিযোগের ফিরিস্তির শেষ নেই। দেনদরবারে পক্ষপাত নিয়ে অন্যায় ভাবে বিচারের রায় দিয় থাকতো। বিশেষ করে জায়গাজমি বিচার গুলোতে বেশীরভাগ সময় এমনি করেছে।

তাই জনগন এবার সুযোগ পেয়েছে তাদের বিরুদ্ধে ভোটের মাধ্যমে শাহজালাল মালকে পরাজিত করার। এলাকাবাসীর দাবি আমরা সঠিক ভাবে ভোট দিতে পারলে আলহাজ্ব আবদুল ছমিদ মাঝি ৭০% ভেট পেয়ে বিজয়ী হবেন। আর আলহাজ্ব ছমিদ মাঝির মন্তব্য জানতে চাইলে তিনি বলেন আমার কথা জনগনের নিকট জিজ্ঞাসা করলেই উত্তর পেয়ে যাবেন। আমি যা বলবো জনগণ তাই বলে অতএব জনগণের কথাই আমার কথা। আলহাজ্ব ছমিদ মাঝি জনগণের উপর শতভাগ আশাবাদী তারা এবার তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম