স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উদযাপন ও মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদী জেলা বিএনপি’র আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) নরসিংদী জেলা বিএনপি’র কার্যালয়ে বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা বিএনপি’র সহ-সভাপতি এড.বাছেদ, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আকবর হোসেন, শহর বিএনপি’র সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, ছাত্রনেতা সিদ্দিকুর রহমান নাহিদ সহ বিএনপি’র অন্যান্য নেতাকর্মীরা।
এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, বিজয় মানে আনন্দ। কিন্তু বাংলাদেশের মানুষের মনে সে বিজয়ের আনন্দ নেই। খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপির নেতাকর্মীরা আনন্দে থাকতে পারে না। ফ্যাসিসবাদী সরকারকে আন্দোলন এর মাধ্যমে হটাতে হবে। খালেদা জিয়ার মুক্তি জন্য আন্দোলনের বিকল্প নেই। এক দফা আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে চান তারা। এসময় মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।