1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালী পৌরসভা নির্বাচন: পোষ্টার ছিঁড়ে আমার জনপ্রিয়তা কমানো যাবে না- স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র “মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

বাঁশখালী পৌরসভা নির্বাচন: পোষ্টার ছিঁড়ে আমার জনপ্রিয়তা কমানো যাবে না- স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী

বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ১৯১ বার

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার মেয়র প্রার্থী (স্বতন্ত্র) সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনীর নির্বাচনী পোষ্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকায় ও পৌরসভার বিভিন্ন অভ্যন্তরিণ এলাকায় সাবেক পৌরমেয়র স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী এর পোস্টার ছেড়া অবস্থায় রাস্তায় ও নালায় পড়ে থাকতে দেখা যায়

পোস্টার ছেঁড়ার বিষয়ে জানতে চাইলে মেয়র প্রার্থী (স্বতন্ত্র) কামরুল ইসলাম হোসাইনী বলেন, পোষ্টার ছেঁড়া একটি ছোটলোকি কাজ। পোস্টার ছেঁড়ার মাধ্যমে আমাদেরকে জনগণের মন থেকে মুছে ফেলতে পারবে না। আমরা গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে এ নির্বাচনে অংশগ্রহণ করেছি। এই নির্বাচনে জয়লাভ করার জন্য রাজনৈতিক দল হিসেবে আমাদের যা যা করণীয় আমরা তাই তাই করবো। আমার দৃঢ় বিশ্বাস জনগণ আমার মোবাইল মার্কা প্রতীকে ভোট দেওয়ার জন্য উৎসুক হয়ে আছে।

তিনি অভিযোগ করে আরো বলেন, আমার প্রতিপক্ষের প্রার্থীর লোকজন পোষ্টার ছেঁড়ার পাশাপাশি আমার কর্মী সমর্থকদের বিভিন্নভাবে হুমকিধমকি দিচ্ছে। বাঁশখালীতে সংঘটিত পূঁজামন্ডপ হামলার ঘটনায় অজ্ঞাতনামা তালিকায় আমার কর্মীদের মিথ্যা মামলার আসামী করার মতো হুমকিও দিচ্ছে তারা। এতে আমার নির্বাচনী প্রচার ও প্রচারণায় ভীতি সৃষ্টি করা হচ্ছে। এভাবে পোষ্টার ছিঁড়ে কখনো আমাকে জনগণের কাছ থেকে দূরে রাখা যাবে না। আমার মোবাইল প্রতীক জনগণের প্রতিক। জনগণ সুষ্টু নির্বাচন চায়। যদি নির্বাচন কমিশন নুন্যতম সুষ্ঠু ভোট দিতে সক্ষম হয় তবে আমাদের বিজয় সুনিশ্চিত বলে আমি বিশ্বাস করি।

এসময় তিনি আরও বলেন, প্রতিপক্ষের প্রার্থীর পোস্টার ছেঁড়া ও তাদের নির্বাচনী প্রচারণায় বাধা তৈরি করার মাধ্যমে আওয়ামী লীগের নৌকা সমর্থিত প্রার্থী নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘন করছেন। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি।আমি আশা করবো একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে নির্বাচন কমিশন এসব বিষয় খুব দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।

উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারী বাঁশখালী পৌরসভার ভোটগ্রহণ সম্পন্ন হবে। প্রতিক বরাদ্দের পরপরই বাঁশখালী পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের প্রচার প্রচারণা শুরু হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম