মাগুরা শ্রীপুরের আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বি,এম, সাইফুজ্জামান স্বপন।
তাঁর নতৃত্বে ২৪ ডিসেম্বর ( শুক্রবার) সকাল ১০টায় অধ্যক্ষের কক্ষে নবনির্বচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর এর সুপারিশ ক্রমে তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।
সভায় উপস্হিত ছিলেন কমিটির সদস্য সচিব ও অত্র কলেজের অধ্যক্ষ শেখ মইদুল ইসলাম, সাধারণ শিক্ষক সদস্য মোঃ আয়ুব হোসেন মোল্যা, মোঃ মিজানুর রহমান ও সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য লতিফা খানম।
অভিভাবক সদস্য মোঃ আসাদুজ্জামান,মোঃ চাঁদ আলী সরদার, নিরানন্দ রায়,আব্দুর রউফ মোল্যা ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মোছাঃ সুফিয়া খাতুন, সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, ও লেনিন জাফরসহ অন্যরা। সভাপতির বত্তব্যে সাইফুজ্জামান বলেন, আমাকে সভাপতি নির্বাচিত করেছেন সাইফুজ্জামান শিখর এমপি।এজন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে তার নির্দেশনা অনুযায়ী কলেজের উন্নয়ন করা যায় সে ব্যাপারে দায়িত্বশীল ভুমিকা পালন করবো।
সভায় সভাপতি সাইফুজ্জামান স্বপনকে কলেজের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।