মাগুরার শ্রীপুরে অনেক ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘন করে জমে উঠেছে ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা।
এরই মধ্যে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা।
রাত-দিন ছুটে চলছে তারা ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। হাট-বাজার ও গ্রাম-গঞ্জের অলিতে-গলিতে শোনা যাচ্ছে মাইকের আওয়াজ।
দুপুর ২টা থেকে ৮টা পর্যন্ত প্রচার প্রচারণার নিয়ম থাকলেও কোথাও কোথাও এ নিয়ম ভঙ্গ করা হচ্ছে।
পোস্টার- ব্যানারে ছেয়ে গেছে পুরো উপজেলা। অনেক প্রার্থী মানছে না আচরণবিধি। আচরণবিধি লঙ্ঘন করেই চলছে সভা-সমাবেশ সহ মোটরসাইকেল শোভাযাত্রা।
অনেক এলাকায় দেখা গেছে বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনাসহ, গাছে গাছে এবং বিদ্যুৎ এর পিলারে সাটানো হয়েছে ক্ষমতাশীন দলের পোস্টারের পাশাপাশি বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থীদের পোস্টার।
গয়েশপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর আনারস প্রতিকের পোস্টারের উপর টাঙানো হয়েছে নৌকার পোস্টার।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল জুড়ে দারিয়াপুর ইউনিয়নের নৌকা এবং চশমা প্রতিকের পোস্টারে ছেয়ে গেছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঈসউজ্জামান বলেছেন, পোস্টার কখন লাগিয়েছে আমি দেখি নাই। পরে এসে দেখেছি। তবে কাজটা যেই করুক ঠিক করেনি। দ্রুত পোস্টারগুলো সরানোর ব্যবস্থা করা হবে।
এ বিষয়ে দারিয়াপুর ইউনিয়নের চশমা প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মুকুল বলেন, আমার ভূল হয়েছে, আমি নির্বাচনে নতুন। বিষয়টি আমি বুঝতে পারিনি। খুব দ্রুত পোস্টারগুলো তুলে ফেলার ব্যবস্থা করবো।
এ বিষয়ে কথা বলতে দারিয়াপুর ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুরকে ফোন করলে তিনি ব্যস্ততা দেখিয়ে সংযোগ বিচ্ছিন্ন করলেও পরবর্তীতে ফোন ধরেনি।
এ দিকে নির্বাচনকে কেন্দ্র করে আমলসার ইউনিয়নে বিলনাথুর গ্রামে দুই মেম্বর সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর এলাকাটি প্রায় পুরুষ শূন্য হয়ে পড়েছে।
এছাড়া উপজেলার শ্রীপুর, নাকোল, কাদিরপাড়া, শ্রীকোল ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তাছাড়া উপজেলার বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলাসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু দাউদ বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদাধিকার বলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন।
এছাড়া আমি সার্বক্ষণিক পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ রাখছি। কোথাও আচারণবিধি লঙ্ঘন হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আগামী ২৬ ডিসেম্বর উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলার একটি মাত্র ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।