আসন্ন সখিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং ওয়ার্ডে মেম্বার পদ প্রার্থী ফুটবল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সখিপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডটি খুবই গুরুত্বপূর্ণ। এই ওয়ার্ডটি সখিপুর সদরে অবস্থিত। এখানে থানা, দুটি কলেজ,হাইস্কুল, সরকারি প্রাইমারী স্কুল, একটি দাখিল মাদ্রাসা সহ কয়েকটি কিন্ডারগার্টেন স্কুল, হাফিজিয়া মাদ্রাসা সহ রয়েছে সখিপুর বাজার, সরকারি বেসরকারি ব্যাংকের শাখা। ফরিদপুরের ভিতর ঐতিহ্যবাহী বিশাল গরু ছাগলের হাট। সব দিক দিয়ে সখিপুর ইউনিয়নের ৪ নং খুবই গুরুত্বপূর্ণ। সখিপুর ছৈয়াল কান্দি, সরদার কান্দি, বাজার,মাদবর কান্দি নিয়ে গঠিত ৪ নং ওয়ার্ড। সখিপুরের সচেতন মহল মনে করে এবার ফুটবল মার্কায় ভোট দিয়ে হোসেন ছৈয়াল কে মেম্বার হিসাবে দেখতে চায়।
মেম্বার প্রার্থী হোসেন ছৈয়াল এর সাথে কথা হলে তিনি বলেন সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হলে শতভাগ বিজয় আশাবাদী।