রাউজানে দুবাই প্রবাসীকে অপহরনের প্রচেষ্টা ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে অপহরনকারীরা পালিয়ে যায়া। ঘটনার সাথে জড়িত থাকার দায়ে মোহাম্মদ আবছার (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।গত ২৫ ডিসেম্বর শনিবার দিবাগত রাত ১২ টা থেকে রাত ১টা পর্যন্ত এঘটনা সংগঠিত হয়। রাউজান উপজেলার ১০ নং পুর্ব গুজরা ইউনিয়নের হামজার পাড়ার আবদুল মন্নানের ঘরে শনিবার দিবাগত রাতেই জায়গা জমির বিরোধের জের ধরে একই এলাকার মোহাম্মদ আবছার ও তার ভাই আজগর, পুত্র মোশারফ আলী, আজিম, সাকিব ভাড়া করা সন্ত্রাসী নিয়ে হামলা করে। ঐ সময়ে হামলাকারীরা আবদুল মান্নানের ঘরের জানালা, ও জানালার কাঁচ ভাংচুর করে।
হামলাকারীরা ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করার প্রচেষ্টা চালায়। হামলাকারীরা আবদুল মান্নানের পুত্র দুবাই প্রবাসী আবদুল নুর রায়হানকে ঘর থেকে বের হতে বলে। আবদুল নুর রায়হানকে অপহরন করে নেওয়ার প্রচেষ্টায় মেতে উঠে। ঐ সময়ে আবদুল নুর রায়হানের স্ত্রী আছমা আকতার ৯৯৯ তে ফোন জানালে। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে রাউজান থানার একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় ঘটনাস্থলে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে হাশরা কারীরা পালিয়ে যায় । আবদুল মান্নান অভিযোগ করে বলেন, তার শ্বাশুড় বাড়ীর তার স্ত্রীর সম্পত্তির ভাগ চাওয়ায় আবদুল মান্নানের স্ত্রীর ভাই আবছার ও তার পরিবারের সদস্যরা সন্ত্রাসী ভাড়া করে আমার ঘরে হামলা করে। আমার ঘরের দেড় লাখ টাকার আসবাব পত্র ভাংচুর করে। ঘর থেকে স্বর্ণলংকার ও টাকা নিয়ে যায়।
আমার দুবাই প্রবাসী পুত্র আবদুল নুর রায়হানকে ঘর থেকে অপহরন করার প্রচেষ্টা চালায়। পুলিশের উপস্থিতির কারনে হামলাকারীরা আমার প্রবাসী পুত্র আবদূল নুর রায়হানকে অপহরন করতে পারেনি । এ ব্যাপারে আবদুল মান্নান বাদী হয়ে আবছার, তার ভাই, পুত্র সহ অজ্ঞাতনামা সন্ত্রাসীদের আসামী করে রাউজান থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে রিপোর্ট লেখা সময়ে পর্যন্ত । এ ব্যাপারে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, শনিবার রাতে ৯৯৯ থেকে হামজার পাড়া এলাকার আবদুল মান্নানের ঘরে ডাকাতি হচ্ছে সংবাদ পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় । পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায় । হামলার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ আবছার (৫৫ কে গতকাল রবিবার পুলিশ আটক করে। ঘটনার ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে ।