1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজবাড়ীতে হাফ পাশ ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মীরসরাইয়ে ফকির আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল চৌদ্দগ্রামে ৭ শতাধিক রোগীর বিনামুল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণ চৌদ্দগ্রামে কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াত নেতা ডা. তাহেরের মতবিনিময় তিতাসে ফিল্ম স্টাইলে লুটে নিচ্ছে ব্রিকফিল্ডের ইট হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রাম বিভাগীয় তিন ট্রাস্টির পদ বাতিল এর দাবিতে স্মারকলিপি প্রদান জাতীয় প্রেস ক্লাবে অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরায় উপজেলা বিএনপি’র আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত প্রতারক চক্রের খপ্পরে পরে ৭৬ জন সাধারণ মানুষ ভিকটিম থেকে মূল আসামি গণ-অভ্যুত্থান ও ভাষা-আন্দোলনের প্রতি শ্রদ্ধা রেখে বিষয়ক মন্ত্রণালয়ের নাম সংশোধনের জন্য অধ্যাপক বার্ণিকের  আহ্বান নেত্রকোনা জেলা সাইবারের ইউজার দলের সিনিয়র যুগ্ন-আহবায়কের মায়ের মৃত্যুতে সাইবার ইউজার দল কেন্দ্রীয় কমিটির শোক প্রকাশ

রাজবাড়ীতে হাফ পাশ ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি রাজবাড়ী।
  • আপডেট টাইম : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ২৪৫ বার

এরপর রাজবাড়ী থানার ওসি শাহাদত হোসেন শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা তাদের কর্মসূচি আজকের মত শেষ ঘোষণা করে। তবে, শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকব।

ঢাকার বাইরে রাজবাড়ীতে নিরাপদ সড়ক ও হাফ পাশের দাবিতে আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

আজ (০১ লা ডিসেম্বর) বুধবার সকাল ১০.৩০ টাই রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে অংশ নেয় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,ইয়াছিন উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারি কলেজ,ডা: আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ, সরকারি আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিল টি ডিসি অফিস মোড় প্রদিক্ষণ করে শহরের পান্নাচত্বরে অবস্থান নেই। এখান থেকে শিক্ষার্থীরা তাদের হাফ পাশ ও নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দিতে থাকে। এসময় শিক্ষার্থীরা বলে, ” শুধুৃমাত্র কেন ঢাকা মেট্রোপলিটন এলাকার মধ্যে শিক্ষার্থীদের হাফ পাশ থাকবে? হাফ পাশ ঢাকার বাইরের শিক্ষার্থীদেরও দিতে হবে। ঢাকার বাইরের শিক্ষার্থীরা বড়লোক না যে তাদের হাফ পাশ দেওয়া যাবে না। একই সাথে তারা বলে, ২০১৮ সালে আমরা যে আন্দোলন করেছিলাম। তা এখনো শুধু আশ্বাসেই রয়ে গেছে। আমরা আর কোন আশ্বাস চাই না। আমরা আমাদের ৯ দফা দাবির বাস্তবায়ন দেখি নাই। আমরা আমাদের ৯ দফা দাবির বাস্তবায়ন চাই।”

এরপর বিক্ষোভ মিছিলটি শহরের বড়পুল এলাকার দিকে অগ্রসর হলে পুলিশ তাদেরকে পুনরায় ডিসি অফিস মোড়ে দাড় করিয়ে দেয় এবং এসময় পুলিশ ও শিক্ষার্থীরা মিলে মোটর সাইকেলের লাইসেন্স চেক করে। বেশকিছু মোটর সাইকেলের সঠিক কাগজ,ড্রাভিং লাইসেন্স এবং হেলমেট না থাকায় তাদেরকে জরিমানা ও মোটর সাইকেল জব্দ করা হয়।

এরপর রাজবাড়ী থানার ওসি শাহাদত হোসেন শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা তাদের কর্মসূচি আজকের মত শেষ ঘোষণা করে। তবে, শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকব।

শিক্ষার্থীদের মধ্যে ছিল রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের শান্ত,রুদ্র, রাজবাড়ী সরকারী কলেজের হামি হামনে হাসান, ডা: আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের কাউসার আহমেদ রিপন,আদর্শ মহিলা কলেজের রুদমিলা, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অরুন্ধতী রায় স্ব স্ব প্রতিষ্ঠানের নেতৃত্ব দেয়। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া রাজবাড়ীর শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেয়। তাদের মধ্যে রয়েছেন ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের মিকাইল বিন মাসুম সহ অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম