শরনখোলায় বেসরকারি উন্নয়ন সংস্থা (রূপান্তর) পরিচালিত স্ক্রীম প্রকল্পের আয়োজনে সুইজারল্যান্ডের অর্থায়নে “করোনা সংকট মোকাবেলায় দক্ষতা উন্নয়নের মাধ্যমে উদ্যোক্তা সৃস্টির প্রশিক্ষণ ৮ ডিসেম্বর (বুধবার)অগ্রদূত ফাউন্ডেশনে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্ভোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই এর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজমল হোসেন মুক্তা,প্রানীসম্পদ সম্প্রসারণ অফিসার ডাক্তার রেজাউল করিম,রুপান্তরের জেলা কর্মকর্তা আলমগীর হোসেন মিরু,উপজেলা কর্মকর্তা মোঃ খলিলুর রহমান প্রমূখ।
উক্ত প্রশিক্ষণে শরনখোলার চারটি ইউনিয়নের ২০ জন প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন সমাজে পিছিয়ে থাকা মানুষদের খুঁজে এভাবে একটি নূতন উদ্যোগ গ্রহণের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর ও দাতা সংস্থা সুইজারল্যান্ডকে ধন্যবাদ জানাই।