মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে শ্রীপুর পৌরসভার মাসিক সম্বনয় সভা পৌর মেয়র আলহাজ্ব মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে পৌর কার্যালয়ের সভাকক্ষে অনুস্ঠিত হয়।
সভায় প্যানেল মেয়র, সকল ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, পৌর সচিব, নির্বাহী প্রকৌশলী সহ সংশ্লিষ্ট শাখা প্রধানরা উপস্হিত ছিলেন।
পৌর মেয়র উপস্হিত কর্মকর্তাদের দিকনির্দেশনা মুলক বক্তব্য দিতে গিয়ে বলেন, পৌরবাসীর সুযোগ- সুবিধা বৃদ্ধিতে আরো মনোযোগী হতে হবে। আমরা করোনা মহামারির কারনে দীর্ঘদিন আশাব্যন্চক সেবা দিতে ব্যর্থ হয়েছি তা স্বীকার করতেই হবে। তা পুসিয়ে নিতে পরিকলপনা অনুযায়ী রাস্ত- ঘাটসহ পৌরসভার সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। তিনি হুঁশিয়ার করে বলেন, কেউ দূর্নীতি করলে বা জড়ালে ছাড় পাবেন না। পৌরবাসীদের শতভাগ সেবা নিশ্চিত করতেই আমাকে নির্বাচিত করেছেন।
সভায় ওয়ার্ড কাউন্সিলরগন স্ব- স্ব এলাকার উন্নয়নের প্রস্তাব করেন এবং সবগুলো প্রস্তাবই গুরুত্ব বিবেচনা করে পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাসের দেন সভার সভাপতি।