গাজীপুরের শ্রীপুরে ইউপি নির্বাচনে ঘোড়া প্রতীক পেয়ে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো: সিরাজুল হক ঘোড়াই চড়ে গণসংযোগ শুরু করেছেন। তিনি আসন্ন ৫ম ধাপের ইউপি নির্বাচনের গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী। তিনি আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ার জন্য আবেদন করেছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেন। ২০ ডিসেম্বর সোমবার দুপুরে ঘোড়া প্রতিক পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় ঘোড়ায় চড়ে গণসংযোগ করেন।
জানা যায়, আলহাজ্ব সিরাজুল হক ইতি পূর্বে একাধিকবার চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। তিনি উপজেলার সাবেক সিনিয়র সহ-সভাপতি ও আওয়ামীলীগের উপদেষ্ট সদস্য। ৫ম ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন। দলীয় মনোনয়ন না পাওয়ায় বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেন। সোমবার দুপুরে নির্বাচনী প্রতিক ঘোড়া পেয়ে কর্মী সমর্থকদের নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় গনসংযোগ করেন। তার গনসংযোগের চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ব্যাপারে আলহাজ্ব সিরাজুল হক জানান, আমি দীর্ঘদিন যাবৎ আওয়ামীলীগের একনিষ্ট কর্মী হিসাবে রাজনীতি করে এসেছি। আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়ে পাই নি। এলাকার নেতাকর্মী ও জনগনের দাবীর মুখে নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মো: হুমায়ুন কবির হিমু জানান, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীদের কোন প্রসশ্রয় দেওয়া হবেনা। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী অবিলম্বে তাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।