গাজীপুরের শ্রীপুরে নাজমুল ইসলাম নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে এ লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
নাজমুল ইসলাম (২২) উপজেলার নিজ মাওনা গ্রামের
মৃত বাদশা মিয়ার ছেলে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানান, দুপুরের দিকে নিজ ঘরে অবস্থান করছিল নাজমুল। পরে সন্ধ্যার দিকে তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় অনেক ডাকাডাকি করে তার স্বজনরা। কোনো সাড়াশব্দ না পেয়ে ওয়ালের ফাঁকা জায়গা দিয়ে উকি দিয়ে ফ্যানের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে তার লাশ উদ্ধার করে।
মাওনা চকপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে এ ঘটনায় পরবর্তী আইনি চলমান রয়েছে বলেও জানান তিনি।