ঢাকা জেলা সাভারে স্বাধীনতার ৫০বছর পূর্তি, সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে বিজয় শোভাযাত্রা সাভার উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে পালিত। শনিবার বিকেলে শোভাযাত্রাটি সাভার উপজেলার সামনে থেকে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে বাজার বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এরআগে সাভার উপজেলা, সাভার পৌর ও আশুলিয়া থানা আওয়ামী লীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠন আলাদা আলাদা পতাকা ও ব্যানারে নেতা-কর্মীরা মিছিল নিয়ে জড় হয় উপজেলা চত্বরে। শোভাযাত্রার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
এ সময় আন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাভার থানা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র হাজী আব্দুল গণি, সাভার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরল আলম রাজীব, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন, আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
আরোও উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, সাভার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম রুবেল, বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, ঢাকাজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাভার থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজ কবিরসহ আওয়ামী লীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।