চলার পথে সে সকল সিঁড়িকে সহজ করে নিতে হয়।
তবে সব সিঁড়ি বেড়ে উঠা বারণ ও হঠকারিতার শামিল
কিছু কিছু সিঁড়ির ধাপ এতটাই সংকীর্ণ ও সরু যে
তাতে আরোহণ করা, গল্প বলা ও স্মৃতিচারণ সম্ভব নয়।
শীর্ষেন্দু মুখোপাধ্যায় লিখিত ‘সিঁড়ি ভেঙে ভেঙে’ পড়বে
দেখবে জীবনের সিঁড়ি কতটা বক্র রেখায় ও রহস্যে ঘেরা।
-মোঃ হাবিবুর রহমান
কবি ও গবেষক