অর্থ আত্মসাৎ ও চেক প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সোহেল রানা নামের এক ব্যক্তিকে রাজধানী ঢাকা থেকে রমনা থানা পুলিশ গ্রেপ্তার করেছে। সে ঢাকায় কার্গো ভিশন নামে একটি কোম্পানির স্বত্বাধিকারী। রবিবার ৩০ জানুয়ারী তার ঢাকা অফিস থেকে রমনা থানার এস আই মোজাম্মেলের নেতৃত্বে গ্রেপ্তার করা হয়। সে চট্টগ্রাম চন্দনাইশ পৌরসভার ৬নং ওয়াডের জোয়ারা গ্রামের মৃত নাছির উদ্দিনের পুত্র। তার বিরুদ্ধে সি আর মামলা নং- ৩৩৫/২০২১ (খুলশী থানা)চট্টগ্রাম কোর্ট- মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং- ০৫, চট্টগ্রাম। মামলাটি করেন শাহ আমিনুল্লাহ ফিলিং স্টেশন পক্ষে জয়লান আবেদিন। আটককৃত আসামিকে চট্টগ্রামের আমলী আদালতে প্রেরণ করা হবে রমনা থানা সূত্র জানিয়েছেন।