উখিয়ার বালুখালী বাজার এলাকা হতে র্যাব-১৫ এর অভিযানে ৪০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মহিলা মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে।
অদ্য ০১/০১/২০২২ইং, তারিখ আনুমানিক ১২.০৫ ঘটিকায় র্যাব-১৫ এর একটি আভিযানিক দল কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নস্থ ময়নারঘােনা ক্যাম্প-১১ সিআইসি অফিস এর পার্শ্বে গােপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে অভিযান পরিচালনা করে, অভিযান চলাকালে উক্ত স্থানে দুইজন মহিলাকে সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করতে দেখা যায়।
উক্ত স্হানে অবস্থানের কারন জিজ্ঞাসা করলে তাদের কথাবার্তা ও আচরণে অসংলগ্নতা প্রকাশ পায়, তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে
উক্ত দুইজন মহিলাকে শালীনতার সাথে মহিলা স্বাক্ষী দ্বারা তল্লাশী করে তাদের সাথে থাকা ব্যাগ হতে সর্বমােট ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পরে তাদেরকে জিজ্ঞাসাবাদে নাম জানা যায়, ১। খতিজা বেগম (৫০), স্বামী- মৃত সৈয়দ হােসেন, পিতা- মৃত জাফর, মাতা-মৃত সম মেহেরাজ, সাং- ব্লক-এ ২, ক্যাম্প-২২, উনচিপ্রাং, ইউপি- হােয়াইক্যাং,থানা-টেকনাফ; ২। ফাতেমা আক্তার (২৭), স্বামী-আলী আহম্মদ, পিতা- মৃত জাফর, মাতা-মৃত সম মেহেরাজ, সাং- ব্লক-এ ৫, ক্যাম্প-১৬, সফিউল্লাকাটা, ইউপি- পালংখালী, থানা- উখিয়া, উভয় জেলা- কক্সবাজার।
গ্রেফতারকৃত বর্ণিত মহিলাদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।