কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় উপজেলার সাহারবিল ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান নবী চৌধুরীর এক ভাতিজাসহ ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোররাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলো, পূর্বভেওলার জামালের ছেলে রিপন(২৪), রামপুর এলাকার শহীদুল ইসলাম(২২) ও কোরাখালী গ্রামের টুক্কুর ছেলে কাইসার(২৫)। কাইসার সাহারবিল ইউপির নবী হোসনের বড় ভাই টুক্কুর ছেলে বলে জানা গেছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওসমান গণি জানান, মঙ্গলবার ভোররাতে ফাসিয়াখালীতে একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করি।
এসময় স্থানীয় জনতার সহযোগিতায় ওই ৩ ডাকাতকে আটক করতে সক্ষম হই। আটকৃত ডাকাতদের কাছ থেকে সাবলসহ ডাকাতির সরঞ্জামাদি পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আরও বিভিন্ন অভিযোগ রয়েছে৷ সবগুলো যাচাই- বাচাই করে মামলা করা হবে।