ঠাকুরগাঁওয়ে তৃতীয় বারেও কন্যা সন্তান না হওয়ায় হতাশাগ্রস্থ হয়ে আত্মহত্যা করেছেন মা ।
গতকাল শনিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের আকচা মুন্সিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সোনালী আক্তার (৩২) মুন্সিপাড়া গ্রামের হাজিমুল আলীর স্ত্রী ও সাবেক ইউপি সদস্য মহসিন আলীর পূত্রবধূ।
পারিবারিক সুত্র জানায়, ব্যবসায়ী হাজিমুলের স্ত্রী সোনালী আক্তার পর পর দুটি পুত্র সন্তানের জন্ম দেন। তৃতীয় বার তিনি একটি কন্যা সন্তানের আশা করেছিলেন। কিন্তু তৃতীয় সন্তানটিও ছেলে এবং জন্মগতভাবে হৃদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত হয়। অসুস্থ্য সন্তানকে অনেক টাকা খরচ করে চিকিৎসা করালেও স্বুস্থ্য না হওয়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়েন সোনালী। কিছুদিনের মধ্যেই তার মাঝে মানসিক সমস্যার লক্ষণ দেখা দেয়। তাকে প্রায়সই বলতে শোনা যায়, সন্তানদের মেরে তিনি আত্মহত্যা করবেন অথবা নিজেই মরবেন। পরিবার ও প্রতিবেশিরা তাকে শান্তনা দিলেও আত্মহত্যার বিষয়টি কেউই গুরুত্বের সাথে নেয়নি।
ঘটনার দিন শনিবার সকালে অন্যান্য দিনের মতো স্বাভাবিক কাজকর্ম সেরে স্বামীকে হাসিমুখেই কর্মস্থলের জন্য বিদায় দেন সোনালী। এরপর নিজ ঘরে দরজা ভেতর থেকে আটকে দেয় সোনালী। দীর্ঘ সময় দরজা না খোলায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে। এতে কোন সাড়া পেয়ে প্রতিবেশির সহযোগীতায় দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য এবং পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সোনালীর স্বামী হাজিমুল জানান, তার স্ত্রীর একটি কন্যা সন্তানের খুব আকাঙ্খা ছিল। পর পর দুটি পুত্র সন্তানের জন্ম হওয়ার পর তৃতীয় সন্তানটিকে কন্যা আশা করেছিল। কিন্তু এবারেও পুত্র সন্তান জন্ম হওয়ায় এবং সন্তানটি জটিল রোগাক্রান্ত হওয়ায় মানসিকভাবে ভেঙ্গে পড়ে ও প্রায়ই কান্নাকাটি করত। এমন অবস্থায় সে আত্মহত্যার পথ বেছে নেবে এটা আমরা ভাবতে পারিনি।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্য(ওসি) তানভীরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে তবে পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন করলে আমরা মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করি। এ বিষয়ে কোন সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় কোন মামলা হয়নি।