সীমান্তবর্তী ঠাকুরগাঁও জেলার রানীসংকৈল উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়নের সাধারণ মানুষ উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত। দুরবর্তী হওয়ায় বেশির ভাগ সময় উপজেলা ও জেলা শহরে গিয়ে চিকিৎসা নিতে পারছে না অসহায়, গরিব ও অসুস্থ ব্যক্তিরা। এতে অধিকাংশ সময় বিনা চিকিৎসায় মারা যাওয়ার ঘটনা ঘটছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিটিশ শাসন আমলে সমৃদ্ধ একটি জনপথ ছিল। এর প্রমাণ পাওয়া যায় দুই ইউনিয়নের মাঝ দিয়ে ভারতের সীমান্তে মিশে যাওয়া সড়কটি দেখে। কালের বিবর্তনে সড়কের দুই ধারের মানুষ এগিয়ে যাওয়ার বদলে অনেকটা পিছিয়ে গেছে, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে।
এলাকাটির প্রবীন ব্যক্তিদের সাথে কথা বলে জানা গেছে, ব্রিটিশ আমলে এই সড়ক দিয়ে বড় বড় ব্যবসায়ীরা মালামাল বহন করতেন। পাকিস্তান আমলেও স্থল বন্দর চালু থাকায় বেশ কয়েক বছর এই সড়কটির গুরুত্ব ছিল। পরবর্তীতে স্থলবন্দর বন্ধ হয়ে গেলে পিছিয়ে পরে এই এলাকার মানুষ।
অর্থনৈতিক ভাবে পিছিয়ে পরা অসুস্থ ব্যক্তিরা চাইলেও উন্নত চিকিৎসা পায় না। একটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থাকলেও তাতে এমবিবিএস ডাক্তার না থাকায় সড়ক দুর্ঘটনা বা সন্তান সম্ভাবা নারীরা চাইলেও উন্নত চিকিৎসা পাচ্ছে না। এ অবস্থায় ঘটছে অনাকাঙ্খিত মৃত্যু। এছাড়াও বিষাক্ত সাপ দংশনে ভ্যাকসিন না পেয়েও মারা যাচ্ছেন অনেকে।
এই জনপথের অর্ধলাখ মানুষের জন্য একটি উন্নত চিকিৎসা কেন্দ্র অথবা এমবিবিএস ডাক্তার প্রদানের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়ার জন্য এলাকাবাসী দাবী করেছেন।