উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগর মাদ্রাসার ৯৯তম বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী সম্মেলনে দেশ ও বিদেশের বিভিন্ন ওলামায়ে কেরাম অংশ নেন।
সম্মেলনের সমাপনী দিন শুক্রবার জুমার নামাজ শেষে মাদ্রাসার মহাপরিচালক হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মহিববুল্লাহ বাবুনগরী মোনাজাতে চোখের জলে লাখো মুসল্লি দেশ জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করেন।
সম্মেলনে তাকরির করেন মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, মুফতি ইলিয়াস হামিদী, আল্লামা খোরশেদ আলম কাসেমি, মুফতি রিজওয়ান রফিকী প্রমুখ।