1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঙালি জাতি যতদিন থাকবে বঙ্গবন্ধুও ততদিন থাকবেন : মিলাদ গাজী এমপি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জামায়াতে ইসলামীর উপজেলা দ্বায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত। মোঃ সাইফুল্লাহ ; মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরায় একশত রাউন্ড গুলি ও স্লাইপার বাইনোকুলার উদ্ধার! আটক- ৫ চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে হাইওয়ে পুলিশের  টোকেন বাণিজ্য,   পথে পথে চাঁদাবাজি বন্ধ না করলে আন্দোলন করবে চালকরা ঠাকুরগাঁওয়ে প্রাক্ বড়দিন উদযাপন ! মুন্সীগঞ্জে রাষ্ট্রকাঠামো মেরামতের বিএনপির ৩১ দফা নিয়ে দিনব্যাপী কর্মশালা ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে বৃদ্ধ নিহত ১৭পরিবারকে আর্থীক সহায়তা” জামায়াত একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল-আমীর মাওঃনুরুল ইসলাম ঠাকুরগাঁওয়ে সাদ পন্থীদের শাস্তি ও‌ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ! ঠাকুরগাঁওয়ে ক্ষমতার অপব্যবহার করে তিনি গড়ে তোলেন টেন্ডারবাণিজ্য, চাঁদাবাজি অপকর্মের রাজস্ব ! ঈদগাঁওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়ল দোকানে, আহত ৩

বাঙালি জাতি যতদিন থাকবে বঙ্গবন্ধুও ততদিন থাকবেন : মিলাদ গাজী এমপি

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।।
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২
  • ২১৯ বার

মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘বঙ্গবন্ধু সাহিত্য উৎসব ২০২২’ গত শনিবার উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী সম্পাদিত ‘শতবর্ষে বঙ্গবন্ধু’ গ্রন্থের মড়ক উন্মোচন, বঙ্গবন্ধু বিষয়ক আলোচনা সভা, গুনীজন সংবর্ধনা, সংবর্ধিত অতিথিদের জীবন বৃত্তান্ত পাঠ, আবৃত্তি, শতকন্ঠে কবিতা পাঠ ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবলের এমপি আলহাজ্ব গাজী মোহাম্মদ
শাহনওয়াজ মিলাদ এবং প্রধান বক্তা ছিলেন সিলেট-২ এর সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী শুভ উদ্বোধন করেন বাংলা একাডেমির ফেলো, বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা বিশিষ্ট কবি ও শিশুসাহিত্যিক আসলাম সানী।

বঙ্গবন্ধু লেখক পরিষদ, সিলেট জেলা শাখার আহবায়ক নাজনীন আকতার কণা’র সভাপতিত্বে ও সদস্য সচিব শহিদুল ইসলাম লিটন’র সঞ্চালনায় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট শিশুসাহিত্যিক রহীম শাহ, সাধারণ সম্পাদক বিশিষ্ট কবি বাপ্পী রহমান, যুগ্ম সম্পাদক কবি আব্দুল গণি মিয়া, সংস্কৃতিজন নুশরাত জাহান, কবি খুরশীদ জাহান, জাতীয় কবিতা পরিষদ সিলেট জেলা শাখা সভাপতি কবি এ কে শেরাম, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট সংসদের সভাপতি কবি এনায়েত হাসান মানিক, সিলেট সাহিত্য পরিষদের সভাপতি কবি পুলিন রায় ও বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ কবি কোকিল দাশ, প্রাবন্ধিক জ্যোতির্ময় দাশ যীশু, গীতিকবি উত্তম কুমার চৌধুরী, কবি ও গল্পকার বিনতা দেবী, কবি প্রতিমা বনিক কবি, নারী উদ্যোক্তা কবি নুরুন নাহার বেবী, কবি বাদল কৃষ্ণ বণিক, মো. গোলাম কিবরিয়া, কবি শাহ মো. আলমগীর, কবি আলাউদ্দিন সরকার,
কবি ইসমত আরা খান মুক্তা, কবি জয়নাল আবেদীন বেগ ও কবি জয়ন্ত লাল আচার্য্য।

এছাড়াও বক্তব্য রাখেন ছড়াকার তারেশ কান্তি তালুকদার, কলামিস্ট এড. মো. আব্দুল মালিক, কবি অমিতা বর্ধন, কবি হাবিবুর রহমান হাবিব, কবি হুসাইন আহমদ, কবি ধ্রব গৌতম, সাংবাদিক আফিকুর রহমান আফিক প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু লেখক পরিষদ, জেলা শাখার সদস্য রোকসানা বেগম।

হবিগঞ্জ-১ এর সংসদ সদস্য আলহাজ্ব গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ তাঁর প্রধান অতিথির বক্তব্যে ‘বঙ্গবন্ধু সাহিত্য উৎসব-২০২২’এর সফলতা কামনা করে বলেন, ‘যে নেতার জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ হতো না, আপনারা কেউ স্বাধীনতার সুফল ভোগ করতে পারতেন না, তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালিজাতি যতদিন থাকবে, বঙ্গবন্ধুও ততদিন থাকবেন। তাঁর ঋণ আমরা কোনদিনই শোধ করতে পারবো না।’ তিনি বঙ্গবন্ধু বিষয়ক এ ধরণের উৎসবের আয়োজন করায় আয়োজকদের অভিনন্দন জানান।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, প্রধান বক্তা, উদ্বোধক, সম্মানিত অতিথিবৃন্দ ও বিশেষ অতিথিবৃন্দ সংবর্ধিত অতিথিবৃন্দের হাতে ‘বঙ্গবন্ধু সাহিত্য উৎসব সম্মাননা ২০২২’ তুলে দেন । এর আগে প্রধান অতিথি সহ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়, ক্রেস্ট প্রদান করা হয় এবং লাল সবুজের উত্তরীয় পরিয়ে দেয়া হয়। উল্লেখ্য, কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী সম্পাদিত ‘শতবর্ষে বঙ্গবন্ধু’ গ্রন্থটিতে বঙ্গবন্ধুকে নিয়ে ১৭১ জন লেখকের লেখা স্থান পেয়েছে। ১৪৪ পৃষ্ঠার এই বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। গ্রন্থটি প্রকাশ করেছে ঢাকার সপ্তডিঙা প্রকাশনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম