মাগুরায় দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণের অংশ হিসেবে শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ করা হয়েছে।
০১ জানুয়ারি ২০২২ শনিবার বেলা ১১টায় মডেল সরকারি প্রাথসিক বিদ্যালয় প্রঙ্গনে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল জান্নাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম টোকন এর সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাশেম আলী’র পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোশাররফ হোসেন, ব্যাংক এশিয়ার কর্মকর্তা ও উপজেলা নির্বাহী লিউজা-উল জান্নাহ এর সপত্নীক মোঃ সামিউল করিম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সবিতা রানী ভদ্র, মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, সাংবাদিক এম আর জিন্নাহ, মোঃ মিরাজ শেখ, অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও অভিভাবকগণ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ জানান, করোনা কালীন পরিস্থিতিতে দীর্ঘদিন যাবত বিদ্যালয় বন্ধ থাকার পরও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে নতুন বছরের শুরুতে শিশুদের মাঝে বই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন আনন্দে অভিভাবকরাও দারুণ খুশি। নতুন বই হাতে পেয়ে শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিশু শিক্ষার্থী তাদের প্রতিক্রিয়ায় জানায়, নতুন বছরের প্রথম দিনেই হাতে বই পেয়ে খুবই আনন্দ অনুভব করছি।
এবারও বই উৎসব হলো না, তাতে কী! বই তো হাতে পেয়েছি, এর চেয়ে বড় আনন্দের আর কিছু নেই। আর নতুন বই দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্যা ধন্যবাদ জানাই।