শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন পরিচালিত রাউজান নোয়াজিষপুর মূঈনীয়া আজিজিয়া মাদ্রাসার হেফজখান-এতিমখানার শুভ উদ্বোধন, ছাত্রদের ছবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৩১ জানুয়ারি (সোমবার) বিকালে এই হেফজখান-এতিমখানার শুভ উদ্বোধন ও ছাত্রদের ছবক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এম সরোয়ার্দী সিকদার।মাদ্রাসার সুপার আল্লামা সাহাবু উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক- সুমন চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম চৌধুরী।ছাত্রদের ছবক প্রদান করেন আল্লামা হাফেজ আবুল কালাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন গহিরা কলেজের সাবেক অধ্যক্ষ এস এম নুরুচ্ছাপা,বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন। উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আনোয়ার সিকদার,একে এম জিয়াউর রহমান, জাহাঈীর আলম মেম্বার,মাওলানা ফজলুল কাদের চৌধুরী, মাওলানা কাজী ফরিদুল আলম, তাঁজ উদ্দিন খাঁন সোলাইমান,সেলিমুল হক রুবেল, মাওলানা তরিকুল ইসলাম, কাজী হেলান উদ্দিন, শওকত উসমান চৌধুরী, মাষ্টার জালাল, সাজ্জাদ হোসাইন,শহিদুল ইসলাম, শিক্ষক রহমত উল্লাহ্, হাফেজ হাবিবুল্লাহ্, মাওলানা রফিক, মাওলানা মোস্তাফা জামাল প্রমুখ।পরে মাদ্রাসার হেফজখান-এতিমখানার জন্য নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কম্বল দেয়া হয়।