চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নাধীন মনিয়া পুকুর পাড়ের জনতা বাজারে অভিযান পরিচালনা করে গতকাল মঙ্গলবার (২৬ জানুয়ারি) কাঠ বোঝাই দুটি জিপ গাড়ি আটক করা করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।
গাড়ি দুটিকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। নিয়মিত মামলা রুজুর জন্য জব্দ করা কাঠগুলো বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।