রাউজানের বিভিন্ন আনাচেকানাচে বাঁশ-বেতের ঝাঁড় দেখা যেতো।সেখান থেকে তরতাজা বাঁশ-বেত কেটে নানা পণ্য তৈরি করতেন গৃহিণীরা।তৈরিকৃত পণ্য হাট-বাজারে বিক্রি করে সংসারের খরচ জোগাতেন তাঁরা।এসব পন্যের ব্যাপক চাহিদা ছিল গ্রামের মানুষের কাছে।এখন আগের মতো আনাচেকানাচে বাঁশ বেতের ঝাঁড়-ঝাঁপোড়ি ও পণ্য তৈরি তেমন একটা চোখে পড়েনা।
আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলা ঐতিহ্যবাহী এই শিল্প।অনেকই এ পেশা ছেড়ে দিয়ে অন্য পেশায় চলে গেলও কিছু সংখ্যা মানুষ এ পেশা ধরে রেখেছে বাবা-দাদা পেশা হিসাবে।রাউজান ফকির হাট বাজারে বাঁশ-বেতের পণ্য বিক্রেতা ছালে জঙ্গীর বলেন,ফটিকছড়ি বিবিরহাট বাজারে কিছু মানুষ ভোরে বাঁশ-বেতের তৈরি চাটাই,কুলা,ডালা, চাঙারি, টুকরি,ওড়া, চালুনি, মাছ রাখার খালই, ঝুড়ি ও হাঁস-মুরগির খাঁচাসহ বিভিন্ন পণ্য নিয়ে আসেন বিক্রির জন্য।সেখান থেকে আমরা পাইকারি দরে এসব পণ্য ক্রয় করে রাউজানের ফকির হাট বাজার,রমজান আলী হাট ও মোহাম্মদ তকির হাট বাজারে বিক্রি করি।তবে আগের মতো চাহিদা নেই,বাঁশ-বেতের তৈরি নানা পণ্যের।বাঁশ-বেতের তৈরির পণ্যের চাহিদা কমে যাওয়ায় অনেকেই এখন মানবেতর জীবন-যাপন করছে।