সাভারের আশুলিয়ায় সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে দূর্যো ও ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানের উপস্থিতিতে আওয়ামী লীগের সম্মেলন অনুস্ঠিত ।
গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সাভার উপজেলার আশুলিয়া থানার তৈয়বপুর খেলার মাঠে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ত্রি-বার্ষিকী সম্মেলনের আয়োজন করা হয়।
সরেজমিনে দেখা গেছে, এ সম্মেলন উপলক্ষে ওই মাঠে তৈরি করা হয় কয়েক হাজার মানুষের বিশাল প্যান্ডেল। যেখানে আগমন ঘটে কয়েক হাজার লোকের। দুপুরের পর থেকেই বিভিন্ন ইউনিয়নের পাড়া-মহল্লা থেকে মিছিল নিয়ে আসতে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর সভাস্থল মাঠ কানায় কানায় ভরে যায় সম্মেলন স্থল। দূর্যোগ ও ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানের মুখে মাস্ক ছাড়া বাকী নেতা কর্মী ও সম্মেলনে আসা মানুষগুলির মুখে ছিল না মাস্ক, ছিল না সামাজিক দুরত্ব। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা যায় এমন চিত্র। এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে।
ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান । এছাড়াও আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন তিনি ।
সময় আগামী তিন বছরের জন্য মুজিবর রহমান শাহেদকে সভাপতি ও মোশাররফ হোসেন মুসাকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় ।
এ ব্যাপারে আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন বলেন, অনুষ্ঠানটি পূর্ব ঘোষিত ছিল। সেই কারণে এই বিধিনিষেধে আমরা অনুষ্ঠানটি বন্ধ রাখতে পারি নাই । তবে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়েছে।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, আজকে সাভারে কোভিড আক্রান্তের হার ৫০ শতাংশ। যা খুবই উদ্বেগজনক। কোনো ধরনের পাবলিক সমাবেশ করতে হলে স্বাস্থ্যবিধি মেনে ছোট পরিসরে করার নির্দেশনা রয়েছে। যদি আমরা সচেতন না হই তাহলে এই আক্রান্তের সংখ্যা আরও বেরে যাবে ।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, প্রজ্ঞাপনে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে । নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিধিনিষেধে করা ১০০ জনের অধিক লোক নিয়ে কোনো সমাবেশ করা নিষেধ রয়েছে। তবে এতো লোক নিয়ে এই ধরনের সমাবেশ করার কথা ছিলনা বলে জানিয়েছেন তিনি ।