গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পৃথক দু’টি ঘটনায় এক নববধূসহ দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রেশমা বেগম (২০) ওই গ্রামের সাব্বির মিয়ার স্ত্রী ও পার্শ্ববর্তী ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের জামাত আলীর মেয়ে। এবং নিহত শ্যামলী বেগম (৩৫) সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের শাহীন পাইকারের স্ত্রী ও পার্শ্ববর্তী ধাপেরহাট ইউনিয়নের বড় ছত্রগাছা গ্রামের জাহিদুল ইসলাম মণ্ডলের মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়, প্রায় দেড় মাস আগে সাব্বিরের সাথে রেশমার বিয়ে হয়। বিয়ের এক মাস যেতে না যেতেই সাব্বির যৌতুকের দাবিতে রেশমাকে মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে। এরসুত্র ধরে গত ৯ জানুয়ারি রাতেও সাব্বির তাকে বেদম মারপিট করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়। অবস্থা বেগতিক দেখে গত ১০ জানুয়ারি তার মুখে কীটনাশক ঢেলে দেওয়া হয়।
অপরদিকে শ্যামলী বেগম স্বামীর সাথে অভিমান করে গত সোমবার (১০ জানুয়ারি) দুপুরে নিজ বাড়িতে কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়। টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে মঙ্গলবার বিকেলে তিনি মারা যান।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সিরাজুল হক জানান, রেশমা বেগম হত্যা ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। অন্যদিকে রেশমা বেগমের মৃত্যু ঘটনায় রংপুর সদর থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
সাদুল্লাপুর থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, পুলিশ ঘটনাটি তদন্ত অব্যাহত রেখেছে। ঘাতকদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।