চট্টগ্রাম চন্দনাইশে ২১৬ পিস ইয়াবা ও জিআার পরোয়ানাভূক্ত আসামিসহ ৩ জন কে গ্রেফতার করা হয়েছে।
গত ২৮/০১/২০২২ইং বিকেলে চন্দনাইশ পৌরসভাস্থ গাছবাড়িয়া কলেজ গেইট এর পশ্চিম পাশে বটতল দূর্লব পাড়া জামে মসজিদের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মো.মাজাহারুল হক সঙ্গিয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে পূর্ব সাতবাড়িয়া মহিউদ্দিন(প্রঃ)বাদশা মিয়ার ছেলে মো.আলমগীর(৩৫)কে গ্রেফতার করে।
এছাড়া পৃথক অভিযানে ২টি সিআর পরোয়ানাভূক্ত আসামি ১। মো.আলি হোসেন(৩০)পিতাঃআলি আকবর। ২।আলি আকবর(৫০)পিতাঃমৃত.সৈয়দুল আলম উভয় সাংঃপদ্মাডেপা থানা চন্দনাইশ জেলা চট্টগ্রাম কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।