চলতি বছরের ১২ মার্চ ঢাকা সাব এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে সংগঠনের পুরানা পল্টনস্থ ইসলাম এস্টেট কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মামুন ফরাজীর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ইসি কমিটির উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ১২ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।
এর আগে ১৯ ফেব্রুয়ারি সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সেই সাথে বার্ষিক চাঁদা ২শ’ পরিশোধের সময় ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর আর চাঁদা গ্রহণ করা হবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়। এসময় চাঁদা পরিশোধ করে পুরো নির্বাচন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে বর্তমান নির্বাহী কমিটি ডিএসইসি’র সকল সম্মানিত সদস্যদের সহযোগিতা চেয়েছেন।
সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আঞ্জুমান আরা শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম সেতু, দপ্তর সম্পাদক মনির আহমাদ জারিফ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক লাবিন রহমান, কার্যনির্বাহী সদস্যদের মধ্যে ফারজানা জবা, জাফরুল আলম, আবদুর রহমান খান, আবু জাফর সাইফুদ্দীন, সাফায়েত হোসেন প্রমুখ।