নবীগঞ্জ উপজেলা পরষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, বর্তমান যুগ বিজ্ঞানের যুগ।বিজ্ঞান বাস্তবতার সাথে তাল মিলিয়ে কাজ করে। বিজ্ঞান ছাড়া মানুষের বর্তসান জীবন ব্যবস্থা একেবারেই অচল। তিনি “বিজ্ঞন প্রযুক্তি ও নৈতিকতা একই সূত্রে গাঁথা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে ১৩ জানুয়ারী বৃহস্পতিবার ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২১ সমাপনী ও পূরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে এবং পজীপ কর্মকর্তা সাকিল আহমেদের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন,ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, সহকারী প্রোগ্রামার অফিসার কাজী মইনুল ইসলাম ,প্রভাষক রেজাউল আলম,প্রেসক্লাবের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম প্রমূখ। ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, আরিফা চৌধুরী লুবা। কোরআন তেলওয়াত করেন দিনারপুর কলেজের ছাত্র বদরুল ইসলাম,গীতা পাঠ করেন দিনারপুর উচ্চবিদ্যালয়ের ছাত্র অরুপ দেব। মেলায় উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের সার্বিক ব্যবস্থাপনায় ১৪টি ষ্টল বসে। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে পূরস্কার বিতরণ করা হয়।উল্লেখ্য,১২ জানুয়ারী বুধবার দুইদিন ব্যাপী উক্ত মেলার উদ্বােধন করেন নবীগঞ্জ বাহুবল আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী।