নবীগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে।
২৩ জানুয়ারী বেলা ১২ থেকে স্বাস্থ্যবিধি রক্ষা ও যানজট মুক্ত করতে যৌথ অভিযান উপজেলা নির্বাহী অফিসার ও মেয়র অভিযান পরিচালনা করেন। এ সময় স্বাস্থ্যবিধি না মানা, যানজট ও অবৈধ পার্কিং এর জন্য নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শেখ মহিউদ্দিন ৮ টি মামলায় ১ হাজার ৯ শত টাকাসহ বিভিন্ন মেয়াদে জরিমানা ধার্য্য করেন। এছাড়া নবীগঞ্জ-হবিগঞ্জ থেকে নবীগঞ্জ এর বাস, সি এন জি অটোরিক্সা এর অপেক্ষমাণ থাকার জন্য জাসপাতালের সামনে নির্ধারণ করা হয় । ফুটপাতে কোন প্রকার দোকান বসানো নিষিদ্ধ ঘােষনা করা হয়।